নজরে জঙ্গলমহল, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে মোদী…. PM Narendra Modi to visit Bengal before Panchayet Election


মৌমিতা চক্রবর্তী: পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে বাড়তি নজর বিজেপির। রাজ্যে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! কবে? আগামী ৮ বা ৯ জুন পুরুলিয়ায় সভা করতে পারেন তিনি। সূত্রের খবর তেমনই।

৯ বছর পার। কেন্দ্রে মোদী সরকারের বর্ষপূর্তিতে দেশজুড়ে ২৮ সভা করার পরিকল্পনা করেছে বিজেপি। বাদ যাবে না বাংলাও। ৩ মেগা সভা হবে এ রাজ্যে। কর্মসূচির নাম, ‘মহা জনসম্পর্ক অভিযান’। বিজেপি সূ্ত্রে খবর, এ রাজ্যে ১ সভায়  যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভাস্থল অবশ্য চুড়ান্ত হয়নি। তবে জঙ্গলমহলের পুরুলিয়ার সভার করার চিন্তাভাবনা চলছে। 

ফল আশানুরূপ হয়নি। একুশের বিধানসভায় ভোটে বাংলায় ৭৩ আসনে জিতেছে বিজেপি। শিয়রে এবার পঞ্চায়েত। জুন মাসেই রাজ্যে আসছেন অমিক শাহ, জেপি নাড্ডাও। শুধু তাই নয়, আগামী ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে মোদী সরকারের সাফল্যের খতিয়ান প্রচার করার পরিকল্পনা করেছেন বঙ্গ বিজেপি নেতারা।

আরও পড়ুন: RG Kar Medical College: ২৪ ঘণ্টায় বিজ্ঞপ্তি বদল! আরজি কর অধ্যক্ষ বদলিতে নাটকীয় মোড়

এর আগে, রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় এসে রাজ্য বিজেপি নেতৃত্বকে একগুচ্ছ পরামর্শ দিয়ে যান শাহ। বিশেষভাবে জোর দেন জনসংযোগে। সূত্রের খবর, দলীয় বৈঠকে শাহ বলেন, আরও বেশি করে  জেলায় জেলায় ঘুরতে হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *