Bangla Bandh : ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক আদিবাসী সংগঠনের – one tribal organization call for 12 hours bangla bandh


“স্বাধীন ও স্বচ্ছভাবে সি আর আই রিপোর্ট প্রকাশের দাবিতে” আগামী ৮ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার ‘বাংলা বনধ’-এর ডাক দিয়েছে ‘ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনস ওয়েস্ট বেঙ্গল’। শুক্রবার বাঁকুড়া শহরের প্লেয়ার্স কর্ণারে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা।

ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনস ওয়েস্ট বেঙ্গল-এর তরফে এদিন জানানো হয়, ইতিমধ্যে তাঁদের সঙ্গে ২৪টি আদিবাসী সংগঠন যোগ দিয়েছে। আগামীদিনে এই সংখ্যা আরও বাড়বে।

Abhishek Banerjee : ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা? আদিবাসী সংগঠনের সঙ্গে জরুরি বৈঠকে অভিষেক
সংগঠনের কনভেনর রবীন্দ্রনাথ মুর্মু, জয়েন্ট কনভেনার তপন কুমার সর্দাররা বলেন, “রাজ্য সরকার ভোট হিসেব মাথায় রেখে অ-আদিবাসী কুড়মি, মাহাতো সমাজকে আদিবাসী করার উদ্দেশ্যে সি.আর.আই রিপোর্ট সংশোধনের চেষ্টা চালাচ্ছে। এরই প্রতিবাদে আগামী ৮ জুন বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে।”

যদিও রেল এবং জরুরি পরিষেবাকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে। এবারের বনধে জঙ্গল মহলের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গ ও কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রভাব পড়বে বলেও দাবি করেছেন তাঁরা।

Barrackpore Shootout : ব্যারাকপুরের ঘটনায় চরম আতঙ্কে ব্যবসায়ীরা, শনিবার ১২ ঘণ্টার বনধের ডাক
ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনস ওয়েস্ট বেঙ্গলের কনভেনর রবীন্দ্রনাথ মুর্মু বলেন, “এই বনধে রেল পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন দুধের গাড়ি, অ্যাম্বুলান্সকে ছাড় দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এই বনধ যাতে সফল হয় সেই জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলে বেশি করে বনধের প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করছি। এর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়াতে এর প্রভাব পড়বে।”

Kurmi Protest : ‘কুড়মিদের ST স্বীকৃতির ষড়যন্ত্র! মেনে নেব না’, হুমকি আদিবাসী কল্যাণ সমিতির
কেন রেল পরিষেবাকে বনধের আওতায় রাখা হয়নি তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। রাজ্য এবং জাতীয় সড়ক বন্ধ রাখা হলেও সাধারণ মানুষের কথা চিন্তা করে রেলকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে বলে দাবি সংগঠনের।

উল্লেখ্য, একাধিক দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কুড়মিরা। এবার বনধের পথে হাঁটল ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনস ওয়েস্ট বেঙ্গল। ৮ জুন বৃহস্পতিবার শহরের কর্মব্যস্ত দিন ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে।

Kurmi Protest: শাল-পিয়ালের জঙ্গল কি আরও একবার অশান্ত? রাজেশ সহ ৯ কুড়মি নেতার গ্রেফতারিতে ক্ষোভের আগুন জঙ্গলমহলে
এর আগেও বনধ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সরকার। কোনওভাবেই কর্মনাশা বনধকে সমর্থন করে না বর্তমান সরকার, এর আগে একাধিকবার তা জানানো হয়েছে। এখন দেখার এই বনধকে প্রতিহত করতে ঠিক কী পদক্ষেপ করা হয় প্রশাসনের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *