Coromandel Express Accident : করমণ্ডল দুর্ঘটনায় বাংলা থেকে রওনা উদ্ধারকারী দলের-চালু হেল্পলাইন, মনিটরিংয়ে মমতা – mamata banerjee monitoring situation after coromandel express derailed in odisha balasore station helpline number started


করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবরে স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই টুইট করেন তিনি। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বলেন, “শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত উদ্বিগ্ন। এই ট্রেনে পশ্চিমবঙ্গের বহু মানুষ ছিলেন। সন্ধ্যার এই ঘটনায় বহু মানুষ গুরুতর আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে।”

Coromandel Express Accident Live Update : ভয়াবহ দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, মৃত কমপক্ষে ২
পশ্চিমবঙ্গের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নবান্নের তরফে ওডিশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যে নম্বরগুলি চালু করা হয়েছে সেগুলি হল, 033- 22143526/ 22535185.

Coromandel Express : ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস
এ রাজ্যের পক্ষ থেকেও সবরকম সাহায্য়ের আশ্বাস দেওয়া হয়েছে। উদ্ধারকাজ, প্রয়োজনীয় জিনিসপত্র এবং চিকিৎসার সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উদ্ধারকাজের জন্য এ রাজ্য থেকে পাঁচ-ছয়জনের একটি টিম পাঠানো রওনা দিয়েছে। এই দল ওডিশা সরকার এবং রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে পৌঁছবে। আমি নিজে গোটা বিষয়টি মনিটরিং করছি। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব এবং অন্য আধিকারিকরা।”

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মানস ভুঁইয়ার নেতৃত্বে একটি টিম রাজ্য থেকে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। যাচ্ছেন সাংসদ দোলা সেনও।

Coromandel Express Accident Helpline Number : করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, চালু হেল্পলাইন নম্বর
এখনও পর্যন্ত জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, উলটে যাওয়া ট্রেনের বগিগুলির ভিতর আটকে রয়েছেন অসংখ্য যাত্রী। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দল গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি কেটে বের করা হচ্ছে। একাধিক জখম যাত্রী ট্রেন লাইনে রয়েছেন বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে, এখনও পর্যন্ত ১৩৭ জনকে বালেশ্বরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Coromandel Express : মৃতের সংখ্যা জানা যায়নি, অযথা আতঙ্ক ছড়াবেন না: মুখ্যসচিব
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই নম্বরগুলি হল, হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 033 2638 2217, খড়গপুর ডিভিশনের যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর হল 8972073925/9332392339, বালাসোর ডিভিশনের জন্য হেল্পলাইন নম্বর 8249591559/ 7978418322 এবং শালিমার ডিভিশনের জন্য 9903370746। বিপদগ্রস্ত যাত্রীদের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার নম্বর হল 6782262286।

Coromandel Express Accident: কী ভাবে এক লাইনে দু’টি ট্রেন? করমণ্ডল-দুর্ঘটনার নেপথ্যে সিগন্যাল ত্রুটি?
ওডিশার মুখ্যসচিব প্রদীপ জিনা বলেন, ” ঘটনাস্থলে গিয়েছেন জেলাশাসক, পুলিশ সুপার। সেখানে NDRF-এর তিনটি দল গিয়েছে। সেখানে ৬০টি অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। দুটি মেডিক্যাল কলেজ একটি বালেশ্বর এবং এস সি পি মেডিক্যাল কলেজ কটককে প্রস্তুত করা হয়েছে আহতদের ভর্তি করার জন্য।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *