Debjani Mukherjee Saradha : ১০ বছর পর বাড়ির পথে সারদাকাণ্ডের দেবযানী! অসুস্থ মাকে দেখতে প্যারোলে মুক্তি – debjani mukherjee saradha chit fund case accused is going home after 10 years in parole


জেলে থেকেও একাধিকবার শিরোনামে উঠে এসেছেন তিনি। বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। এবার প্রায় দশ বছর পর বাড়ি যাচ্ছেন সারদা চিটফাণ্ডকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। জামিন পাননি তিনি।

সূত্রের খবর, আগামী ৫ জুন তিনি মাত্র চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি যেতে পারবেন অসুস্থ মাকে দেখতে। সেই মোতাবেক জেল কর্তৃপক্ষের তরফেও যাবতীয় আয়োজন করা হয়েছে। পুলিশি প্রহরার জন্য লালবাজারে চিঠি দেওয়া হয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে।

High Court: ‘সন্তান চাই…’, বন্ধ্যাত্ব ঠেকাতে আদালতে স্ত্রী, সঙ্গমের জন্য দাগী আসামির জেলমুক্তি!
রাজ্যজুড়ে রীতিমতো আলোড়ন ফেলেছিল সারদা চিটফাণ্ড মামলা। এই ঘটনা সামনে আসার পর কলকাতা ছেড়েছিলেন সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। এরপর তাঁদের কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়। সারদাকাণ্ডে দেবযানীর ভূমিকা ঠিক কী ছিল, তা খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা।

বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন দেবযানী মুখোপাধ্যায়। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই তাঁর মা অত্যন্ত অসুস্থ। এরপরেই প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। দেবযানীর আইনজীবীর কথায়, “বিভিন্ন শারীরিক সমস্যা দেখা গিয়েছে দেবযানীর মায়ের। তাই প্যারোলে একবার মাকে দেখতে যাওয়ার জন্য তিনি আবেদন করেন।”

Partha Chatterjee News : ‘মাস্টারমাইন্ড পার্থই’, অর্পিতার দাবি নিয়ে কী প্রতিক্রিয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর?
জানা গিয়েছে, দেবযানীর আবেদনটি পাঠানো হয়েছিল বিশেষ CBI আদালতে। সেখান থেকেই ৫ জুন তাঁকে প্যারোলে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। জানা গিয়েছে, কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে ঢাকুরিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হবে লালবাজারের কাছে পুলিশি প্রহরার আবেদনও জানানো হয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় CID-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন। শর্বরী মুখোপাধ্যায়ের অভিযোগ ছিল, মেয়ের উপর মানসিক চাপ সৃষ্টি করছে CID। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠিও দেন শর্বরী মুখোপাধ্যায়।

Anubrata Mondal Daughter: তিহাড়েই ঠাঁই না মুক্তি? অনুব্রত-কন্যার জামিন মামলার রায়দান বৃহস্পতিতেই
এরপরেই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন বিরোধীদের একাংশ। যদিও পরে CID-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় দেবযানীর মায়ের যাবতীয় দাবি ভিত্তিহীন। উল্লেখ্য, ২০১৩ সালে সারদা মামলায় গ্রেফতার করা হয়েছিলেন দেবযানী মুখোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে সারদা আর্থিক দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে।

Manish Sisodia : আবগারি মামলায় ফের বিপাকে সিসোদিয়া! জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে
প্রসঙ্গত, সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন। এই ঘটনায় গোটা রাজ্য তথা দেশজুড়ে হইচই পড়ে গিয়েছিল। তৈরি হয়েছিল একাধিক রাজনৈতিক বিতর্কও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *