Digha Marine Drive Road: পর্যটকদের জন্য বড় চমক, দিঘার মেরিন ড্রাইভ-প্রবেশ পথ এবার আরও সুন্দর – digha marine drive road to get new makeover


পর্যটক টানতে সাজিয়ে তোলা হচ্ছে দিঘার মেরিন ড্রাইভ। দিঘা-শৌলা মেরিন ড্রাইভের দ্বিতীয় লেনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি ২৯ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভকে পর্যটকের কাছে আকর্ষণীয় করে তোলার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই দিঘা-শঙ্করপুর এলাকায় মেরিন ড্রাইভের ধারে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য এবং নানা জনমুখী প্রকল্প মডেল হিসেবে তুলে ধরা হয়েছে। দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে কংক্রিটের সেই মডেলগুলি বসানো হয়েছে। অন্যদিকে, দিঘায় প্রবেশপথে যে ‘ওয়েলকাম গেট’ রয়েছে সেখানে বাগান তৈরি হচ্ছে। প্রশাসনের কর্তারা বলছেন, ভোল পালটে যাচ্ছে দিঘার।

Digha Tour: টানা তিন দিনের ছুটি, উপচে পড়া ভিড় দিঘায়

পর্যটকররা যাতে বসেই সমুদ্র উপভোগ করতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে। তার জন্য মেরিন ড্রাইভের পাশে কাঠ ও কংক্রিটের চেয়ার বসানো হয়েছে। বছরখানেক আগে মেরিন ড্রাইভের একটি লেনের কাজ শেষ হয়েছে। সম্প্রতি ডবল লেনের কাজ শুরু হয়েছে। বর্তমানে কাঁথির শৌলার দিক থেকে মন্দারমণির দিকে মেরিন ড্রাইভের ডবল লেনের কাজ জোরকদমে চলছে। মন্দারমণি পর্যন্ত কাজ হয়ে গেলে ওই দুই এলাকায় রাস্তা ডবল লেন ও চওড়া করা হবে।

Baguran Jalpai Beach: সৈকত জুড়ে শুধুই লাল কাঁকড়া! নির্জন বিচ বগুরান জলপাই পেল বড় স্বীকৃতি এর আগে দিঘা থেকে শঙ্করপুর পর্যন্ত চওড়া মেরিন ড্রাইভ তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। একের পর এক ঝড়বৃষ্টির কারণে শঙ্করপুর থেকে তাজপুর পর্যন্ত মেরিন ড্রাইভ রাস্তা ভেঙেচুরে বেহাল হয়ে গিয়েছিল। বর্তমানে সেই রাস্তা নতুনভাবে তৈরির কাজও শেষ পর্যায়ে। সব মিলিয়ে গোটা রাস্তার কাজ শেষ হলে তা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
Digha Beach : চকোলেট খাইয়ে সচেতনতার বার্তা! দিঘা ট্রাফিক পুলিশের বাইক র‍্যালিতে বড় চমক
দিঘা শংকর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ হয় দিঘা, তাজপুর, মন্দারমণি বিস্তীর্ণ এলাকা । সেই সমস্ত এলাকা নতুন করে গড়ে তোলার পাশাপাশি সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। মেরিন ড্রাইভের দুটি লেনের রাস্তা সৌন্দর্যায়নের কাজের ট্রেন্ডার হয়। প্রথম লেনের কাজ শেষ হয়েছে। এবার দ্বিতীয় লেনের কাজ শুরু হয়েছে। সেই কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে।

Road With Plastic Waste : রাজ্যে প্রথম! পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে নীলাভ রাস্তা বর্ধমানে
উল্লেখ্য, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই মেরিন ড্রাইভ গড়ে ওঠেছিল। উদ্বোধনও হয়েছিল তার হাত ধরে। গাড়িতে চড়ে এই মেরিন ড্রাইভের উপর দিয়ে গিয়ে পর্যটকরা আলাদাই আনন্দ উপভোগ করেন। জানা গিয়েছে, এর পাশাপাশি দিঘার প্রবেশপথ প্রায় এক কিলোমিটার রাস্তাও সৌন্দর্যায়নের কাজে হাত দিয়েছে DSDA। সাজানো গোজানো বাগান করা হয়েছে ওখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *