Dilip Ghosh : ‘আসল সিনেমা তো ED-CBI দেখাচ্ছে…’, অভিষেককে আক্রমণ দিলীপের – dilip ghosh attacks abhishek banerjee over nandigram issue


Uttar 24 Parganas : নন্দীগ্রামে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আজ শুক্রবার সকালে তিনি নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। গতকাল অভিষেক বলেন, ‘এখন ট্রেলার দেখিয়ে গেলাম। ৩ মাস পর সিনেমা দেখাব’। এই বক্তব্যের সমালোচনা করতে গিয়ে দিলীপ বলেন, “কে ট্রেলার বা টিজার দেখাল, তাতে বাংলার মানুষের কি যায় আসে? আসল সিনেমা তো ED-CBI দেখাচ্ছে। আগে ওটা সামলান।

Dilip Ghosh : ‘BJP-র গায়ে হাত দিলে জ্বলে যাবে!’ হুঁশিয়ারি দিলীপের
এ ওকে চ্যালেঞ্জ করছে। ও তাকে চ্যালেঞ্জ করছে। আর বাংলা ডুবছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, মানুষের নিরাপত্তা, সব ডুবে গিয়েছে। বাড়ি থেকে বেরলে চিন্তা করতে হয় ফিরে আসতে পারব কিনা। সারা রাজ্যের পুলিশ দিয়ে এমন একটা লোককে নিরাপত্তা দেওয়া হচ্ছে, যার কোনও গুরুত্বই নেই।

RS 2000 Note Exchange: ‘২০০০-এর নোটের লুকনো বান্ডিল বেরবে ভেবে ভয় পাচ্ছেন’, অভিষেককে কটাক্ষ দিলীপের
হতে পারে হয়ত পার্টির ভবিষ্যৎ। কিন্তু বাংলার ভবিষ্যৎ কি”? প্রশ্ন তুলেছেন দিলীপ। গতকাল অভিষেক বলেন, ‘আমাদের হাতে মানুষ আছে’। এই নিয়ে দিলীপ বলেন, “কোথায় মানুষ আছে? তাহলে বিধায়ক ভাঙিয়ে নিয়ে আসতে হচ্ছে কেন? মানুষ অন্যদিকে আছে। তাদের রায়কে না মেনে আপনারা কাজ করছেন।

Dilip Ghosh : ‘টাকা পয়সা আছে…বড় ব্যবসায়ীর ছেলে’, বাইরনের তৃণমূলে যোগদান প্রসঙ্গে দিলীপ
মানুষ আপনাদের সঙ্গে নেই। তাই জঙ্গলমহলে চোর চোর স্লোগান শুনতে হয়েছে”। দিলীপ আরও বলেন, “তখন জিতলেন না কেন? মূল ইলেকশনে জিততে পারলেন না। আর বাই ইলেকশনে জিতবেন? এমনি ভোট হলেই ওখানে আপনারা হারেন। আপনারা ভোট লুঠ করলে জেতেন। তখন ফুটানি মেরে ওখানে কে যেতে বলেছিল? ঘুরে ফিরে সেই তো ভবানীপুরে এসে জিততে হল।

Dilip Ghosh Bayron Biswas : বায়রন বিজেপিতেই আসতে চেয়েছিলেন, দাবি দিলীপের
কেন লাফালাফি করতে গিয়েছিলেন নন্দীগ্রামে? মেদিনীপুরের লোক আয়না দেখিয়ে দিয়েছেন”। BJP-র মেয়াদ আর ১ বছর, এই নিয়ে দিলীপ কটাক্ষ করে বলেন, “BJP-র মেয়াদ সারা দেশের লোক দেখছে। আপনাদের কি হবে? সারা দেশে টাকার থলি নিয়ে ঘুরে কিছু বুড়ো হাবড়া নেতাকে নিয়ে এসেছিলেন।

Bengal BJP : বামেদেরও নিশানা করার নিদান এবার বিজেপি নেতৃত্বের
রাজ্যসভায় পাঠালেন। উনি ইস্তফা দিয়ে বললেন, আমার টাকা ফেরত দাও। আমি থাকব না। এই তো আপনাদের দলের রেপুটেশন। সারা দেশ থেকে গুটিয়ে কালীঘাটে ঢুকে গিয়েছেন। তাই ওসব ডায়লগ দেবেন না”। দিলীপ আরও বলেন, “একজন মহাসচিব ফুটবল খেলতে গিয়ে ভিতরে ঢুকে গিয়েছেন। এই খেলাধুলা করবেন না। কাটমানি নিয়ে যে খেলাধুলা করছেন, সেটাই করুন।

Abhishek Banerjee : ফের শিরোনামে নন্দীগ্রাম! শুভেন্দু গড়ে পায়ে হেঁটেই অভিষেকের নব জোয়ার
আপনাকে লোক ওই জন্যই চেনে। কাল হঠাৎ দেখলাম, দিনের বেলা মোমবাতি জ্বালিয়েছে”। দিল্লিতে কুস্তিগিরদের আন্দোলন নিয়ে বলতে গিয়ে দিলীপ বলেন, “কোনও তথ্যপ্রমাণ নেই। আন্দোলনকারীরা বললেন মেডেল জলে ভাসিয়ে দেব। এদিকে মেডেল দিয়ে দিল টিকায়েৎ ও তার ভাই কে।

Suvendu Adhikari : ‘মশা মেরে হাত গন্ধ করি না…’, শুভেন্দুর নিশানায় অভিষেক
যত দেশ বিরোধী, দেশদ্রোহী কাজ, মোদীকে বদনাম করার জন্য যারা এক জায়গায় হয়েছে, মমতা তাদের নেতা হতে চাইছেন। আপনি একটা কুস্তিগির তৈরি করে দেখান না। এই রাজ্যে কোনও ন্যাশনাল প্লেয়ার নেই। আপনি খেলাটাকেও শ্মশানে পরিণত করেছেন। স্টেডিয়ামকে সাট্টার জায়গা বানিয়ে দিয়েছেন। এখানে মিছিল করে কোনও লাভ হবে না”।

সম্প্রতি বেসুরো হয়েছেন মদন মিত্র, সৌগত রায় ও অর্জুন সিং। তাঁদেরকে নিয়ে আজ ড্যামেজ কন্ট্রোল বৈঠক করছেন তাপস রায়। এই বিষয়ে দিলীপ বলেন, “তাপস রায়কে নিয়ে কে বসবে? উনি যা বলছেন, তার ড্যামেজ কন্ট্রোল কে করবে?

গোটা দলে বিক্ষোভ ফুটছে। বলছে দরজা খুললে সবাই ঢুকবে। কেউ ঢুকবে না। সবাই বেরিয়ে যাবে”। এছাড়াও অভিষেকের গদ্দার বক্তব্য নিয়ে দিলীপ বলেন, “আসল গদ্দার হল তৃণমূল। সারাজীবন সবাই কংগ্রেস করে এখন কংগ্রেসকেই লাথি মারছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *