Dinhata BJP leader Shootout : দিনহাটায় শ্যুট আউট! BJP নেতার বাড়িতে ঢুকে চালানো হল গুলি – bjp leader allegedly shot in his house at dinhata


এক BJP কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল Dinhata-য়। শুক্রবার দুপুরে শিমুলতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি কর্মীর নাম প্রশান্ত রায় বসুনিয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিনহাটায় শিমুলতলা এলাকায় এক বিজেপি কর্মীর বাড়ির ভেতর ঢুকে গুলি চালানো হয়। বিজেপির তরফ থেকে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Cooch Behar To Kolkata Flight : কোচবিহার-কলকাতা উড়ান এবার ৭ দিনই
তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কী কারণে গুলি চালানো হল তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে প্রচুর পুলিশ বাহিনী হাজির হয়। ঘটনাস্থল ঘুরে দেখেন তারা। কে বা কারা এসে গুলি চালিয়ে চলে গেল সে ব্যাপারে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ির ভেতরে ঢুকে এভাবে গুলি চালনার ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Cooch Behar Municipality : বাড়ি-ফ্ল্যাট তৈরিতে প্ল্যান পাসে ঝক্কির দিন শেষ! বিশেষ কমিটি গঠন পুরসভার
দিনহাটার একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা লেগেই থাকে। মূলত তৃণমূল ও বিজেপি অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর উঠে আসে ওই এলাকা থেকে। তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগাযোগ আছে কিনা, নাকি অন্য কোনোও কারণে ওই বিজেপি কর্মীকে মারা হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত এপ্রিল মাসেই ওই এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। ভেটাগুড়ি বাজারে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনা পর রাস্তা অবরোধ করে তৃণমূল কর্মী, সমর্থকরা। এরপর সাতজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Cooch Behar News : ত্রিকোণ প্রেম নাকি শত্রুতা! বৌভাতের পরদিনই মর্মান্তিক পরিনতি যুবকের
ফের একবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তিকে গুলি করা হল, তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় পরিবারের সদস্যরা জানিয়েছে, এদিন হঠাৎ করেই বিজেপি কর্মীর বাড়িতে গাড়ি নিয়ে কিছু লোকজন চড়াও হয়। এরপর আচমকা গুলি করে পালিয়ে যায় তাঁরা। কোনও কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে তাঁরা জানিয়েছেন।

Udayan Guha: মুখে সেলোটেপ লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি উদয়নের!

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ওই ব্যক্তি একাধিক অপরাধ মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। নিজেদের মধ্যে কোনও বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে তাঁদের মত। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *