Drug Trafficking : মাদক পাচারের ছক বানচাল! ফরাক্কা পুলিশের জালে হেরোইন সহ ধৃত ৩ – farakka police arrest three youth with 276 grams of heroin


West Bengal News : ফের জেলায় মাদক পাচারের পর্দা ফাঁস করল পুলিশ। ২৭৬ গ্রাম হেরোইন সহ ফরাক্কা থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন যুবক। বৃহস্পতিবার রাতে ফরাক্কা থানার নেপাল শিব মন্দির সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকদের নাম পবন কুমার মাইতি, আসিফ মুস্তাফা এবং গৌতম কুমার যাদব। সকলের বাড়ি বিহারের ভাগলপুরে।

শুক্রবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালত তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কোথা থেকে কী উদ্দেশ্যে হেরোইন এনেছিল এবং কোথায় হেরোইন পাচারের চেষ্টা করা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

Bardhaman News : পঞ্চায়েতের আগে বিহার থেকে অস্ত্র ঢুকছে রাজ্যে? STF-র অভিযানে কাটোয়া স্টেশন থেকে ধৃত ৩
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে মাদক পাচারের একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই তিন যুবক সেই চক্রেরই সদস্য কিনা, তাও জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে ওই মাদক চক্রের মাথাকে ধরারও চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই বেঙ্গল STF-এর হাতে কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার হয়।

রবিবার উত্তর ২৪ পরগনার বাদুরিয়ায় ১ কিলোগ্রাম হেরোইন উদ্ধার হয়ে। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, বাদুরিয়া থানা এলাকায় তল্লাশি চালানো হয়। রবিবার এই তল্লাশির সময়ই ১ কিলোগ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য এক কোটি টাকারও বেশি।

Alipurduar Drug Smuggling : লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার আলিপুরদুয়ারে, পুলিশের জালে ২ পাচারকারী
এদিকে, মুর্শিদাবাদে উদ্ধার হওয়া হেরোইনও একই কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দুটি ঘটনার সঙ্গে কোনও যোগ আছে কিনা তাও যাচাই করে দেখা হচ্ছে। মে মাসের শুরুতেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে তিন কেজি হেরোইন উদ্ধার করে বেঙ্গল STF। সেই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল।

এক্সপ্রেসওয়েতে ২টি গাড়ির মধ্যে থেকে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছিল। এভাবে রাজ্য থেকে পরপর হেরোইনের মতো হাই প্রোফাইল নিষিদ্ধ মাদক উদ্ধার হওয়ায় কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। অন্যদিকে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

North 24 Parganas News : ১ কোটি টাকার হেরোইন উদ্ধার বসিরহাটে, STF-এর জালে ২ পাচারকারী
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, দুটি ৩০৩ বোরের কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পিন্টু মণ্ডল। তাঁর বাড়ি গড়াইমারি বিশ্বাসপাড়ায়। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার গড়াইমারি বাজারে তল্লাশি চালিয়ে ওই অস্ত্র কারবারীকে গ্রেফতার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *