Howrah News : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানির চেষ্টা! হাওড়ায় মহিলাকে জোর করে ফ্ল্যাট থেকে উচ্ছেদের অভিযোগ – complaint of forced eviction of woman from flat in howrah


West Bengal News : ফ্ল্যাট থেকে জোর করে উচ্ছেদ করার জন্য এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল একজন প্রোমোটার সহ তিনজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার গোলাবাড়ি থানা এলাকার ত্রিপুরা রায় লেনে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, উত্তর হাওড়ার ত্রিপুরা রায় লেনে বছর পাঁচেক আগে একটি ফ্ল্যাট কেনেন পেশায় ফিজিওথেরাপিস্ট এক মহিলা। নিজের মেয়েকে নিয়ে সেখানেই বসবাস করেন তিনি। কিন্তু বিগত কয়েকমাস ধরে প্রোমোটার ও তার লোকজন তাঁকে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Hooghly News : দীর্ঘদিন সহবাস করে মহিলার সঙ্গে ভুয়ো বিয়ের নাটক! বাঁকুড়া থেকে গ্রেফতার গুণধর
মহিলার অভিযোগ, তাঁকে কু প্রস্তাবও দেওয়া হয়েছিল। তাতে তিনি রাজি না হওয়াতে তার ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। উলটে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে। তাঁর জলের লাইন কেটে দেওয়া হয়। মহিলা পুলিশের দ্বারস্থ হলে আরও হুমকি আসে। গতকাল প্রকাশ্যে ওই মহিলাকে মারধর করা হয়, এমনকি গলা টিপে খুনের চেষ্টা করা হয় বলে তাঁর মেয়ে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।

Malda News : লোভে পড়ে ৬ বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন! মালদায় গ্রেফতার মহিলা
এই বিষয়ে প্রতিবেশী গোপাল দেবনাথ জানান, “ওই মহিলা ও তাঁর মেয়ে আমার প্রতিবেশী। গতকাল আমি ওই প্রতিবেশী মহিলাকে দেখি অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকতে। তাঁকে গলা চেপে ধরা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের”। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রোমোটার শিবশংকর ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

Dakshin 24 Parganas : মাঝরাতে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ৩ যুবক
তিনি জানান, “গতকাল জলের লাইন নিয়ে আমার এক কর্মচারী খোকনের সঙ্গে ওই মহিলার ঝামেলা হয়। তাতে ওই মহিলাই প্রথমে গালিগালাজ করে চড়াও হন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে আমার লোকেরাই তাঁকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য”।

Dakshin Dinajpur: স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ! শ্রীঘরে স্বামী
পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে সঠিক ঘটনা কি হয়েছে। অপরাধ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে ওই মহিলার মেয়ে জানান, “বেশ অনেকদিন ধরে ওই প্রোমোটারের নজর রয়েছে আমাদের ফ্ল্যাটের ওপর।

তাই আমার মা’কে তাঁরা বিরক্ত করে। অনেক কারসাজি করার পরেও যখন মা রাজি হননি, তখন শেষ পর্যন্ত ওরা মারধর শুরু করল। আমি পুলিশে সমস্ত কিছু জানিয়েছি। দোষীদের কড়া শাস্তির দাবি করেছি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *