Howrah News : রাস্তার পাশের ভ্যাট থেকে নোংরা উপচে পড়ছে! দুর্গন্ধে টেকা দায় উলুবেড়িয়ায় – vat overflowing garbage is piling up on the side of the road in uluberia


West Bengal News : নোংরা আর্বজনা ফেলার জন্য রাখা আছে ভ্যাট। আর সেই ভ্যাট উপচে নোংরা আর্বজনা জমা হচ্ছে রাস্তার পাশে। আর এই নোংরা আর্বজনার দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত উলুবেড়িয়া কালীনগর চৌরাস্তা মোড়ের এলাকার মানুষ থেকে পথ চলতি সাধারণ মানুষের। সাধারণ মানুষের অভিযোগ, নোংরা আর্বজনা পরিষ্কার করার দায়িত্ব উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির হাতে থাকলেও তাঁরা সেই দায়িত্ব পালন না করায় এই অবস্থা হয়ে গিয়েছে। তবে উলুবেড়িয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Howrah News : পুরসভার আবর্জনা পরিষ্কারের ব্যানারে ‘ভুল করে’ ছাত্রের নম্বর! ক্রমাগত ফোন পেয়ে অতিষ্ট পডুয়া
উলুবেড়িয়া ১ নং ব্লকের উলুবেড়িয়া শ্যামপুর রাস্তায় কালীনগর চৌরাস্তা মোড়। এইখানে রাস্তার পাশে এলাকার নোংরা আর্বজনা ফেলার জন্য একটি ভ্যাট রাখা আছে। আর এই ভ্যাটই এখন এলাকার মানুষের মাথাব্যাথার অন্যতম কারণ। কারণ, এই ভ্যাট পরিষ্কার না করায় ভ্যাট উপচে রাস্তায় পড়ছে নোংরা আর্বজনা।

Siliguri News: আবর্জনার স্তূপ থেকে উদ্ধার বস্তাবন্দি কঙ্কাল, চাঞ্চল্য
দুর্গন্ধে ভরে উঠেছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ প্রায় ১৫ দিনের বেশি ভ্যাট থেকে ময়লা সংগ্রহ না করায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, রাস্তা দিয়ে দু’বেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা যাতায়াত করলেও এই ব্যাপারে কোনও উদ্যোগ না নেওয়ায় সমস্যা চরমে উঠেছে।

খালের আবর্জনা সাফ করবে মেট্রো: ফিরহাদ
এলাকার মানুষের পাশাপাশি পরিবেশের স্বার্থে দ্রুত ভ্যাট পরিষ্কারের দাবি জানান সাধারন মানুষ। এই ব্যাপারে উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম জানান, “বিষয়টি আমার জানা নেই। আমি দ্রুত ভ্যাটের পাশাপাশি এলাকায় নোংরা আর্বজনা পরিষ্কারের বিষয়টি দেখছি। আশা করছি তাড়াতাড়ি সব কাজ মিটিয়ে দিতে পারব”।

বিধাননগরে নিকাশি খাল থেকে উদ্ধার প্রচুর প্লাস্টিক
স্থানীয় এক আবাসিকের কথায়, “রাস্তার উপরে এভাবে আবর্জনা পড়ে থাকাটা মেনে নেওয়া যায় না। ওই ভ্যাটের পাশ দিয়ে হাঁটার সময়ে কুকুরের কামড় খাওয়ার আশঙ্কা থাকে। গোরুর উৎপাতেও রাস্তায় যানজট তৈরি হয়”। এক সময়ে আবাসিক এলাকার ভিতরেই আবর্জনা ফেলা শুরু হয়েছিল।

স্থানীয় বাসিন্দারা তা নিয়ে আপত্তি করেছিলেন। এলাকার জন প্রতিনিধির কাছে দরবারও করেছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উলটে দিনের পর দিন সেই আবর্জনা ফেলার জায়গা বা ভ্যাট কার্যত দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা আরও জানাচ্ছেন, এমন বহু এলাকা রয়েছে, যেখানে ফাঁকা জায়গায় আবর্জনা ফেলা হয়। এমনকি, খালের জলেও প্লাস্টিক সহ নানা ধরনের আবর্জনা ফেলা হচ্ছে বহু দিন ধরে, যার জেরে বেহাল অবস্থা নিকাশির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *