কী অভিযোগ যাত্রীদের?শুক্রবার সকালে হাওড়া থেকে NJP-র উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্দে ভারত নিয়ে অভিযোগ শোনা যায়। জনৈক যাত্রী সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, বন্দে ভারতের একটি কামরার এসি খারাপ হয়ে গিয়েছে। ফলে অন্য কামরায় অতিরিক্ত ভিড়।
বন্দে ভারতের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিতিবিরক্ত ওই যাত্রী। তিনি সোশাল মিডিয়ায় ট্রেনের ভিতরের একটি ছবি পোস্ট করেন। যেখানে কামরার ভিতর অতিরিক্ত ভিড় নজরে আসে। সঙ্গে লেখেন, “২ জুন বন্দে ভারত এক্সপ্রেসের ভয়ংকর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। C10 কামরার AC খারাপ হয়ে গিয়েছে। আর তার জন্য আমাদের C11 কামরায় সকলে চলে এসেছে। ভিড় দেখেই তা বোঝা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই কামরার AC-টিও সঠিকভাবে কাজ করছে না। কেন আগে থেকে সমস্ত ব্যবস্থা দেখে নেওয়া হচ্ছে না? বন্দে ভারত এক্সপ্রেস বয়কট করা উচিত।”
NJP Guwahati Vande Bharat: যাত্রীদের জন্য রাজ্যে চালু তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস, ভাড়া কত? জেনে নিনকী বক্তব্য রেল কর্তৃপক্ষের? এই প্রসঙ্গে এই সময় ডিজিটালের পক্ষ থেকে যোগাযোগ করা হয় রেলের সঙ্গে। পূর্ব রেলেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “আজ সকাল ৬টা বেজে ৫ মিনিট নাগাদ হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে। এরপর ৬টা বেজে ২৬ মিনিট নাগাদ কামারকুণ্ডু স্টেশনে ট্রেনটিকে দাঁড় করানো হয়। ট্রেনের C2 এবং C8 কামরার AC-তে সমস্যা দেখা গিয়েছিল। দ্রুত সেটি মেরামত করে ফের সাড়ে ৬টার মধ্যে ট্রেন পুনরায় চালু করা হয়।”
হাওড়া স্টেশনের খুব কাছেই এই ঘটনাটি ঘটে এবং দ্রুত তা মেরামত করে ট্রেন চালু করে দেওয়া হয় বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

<p>HOWRAH NJP VANDE BHARAT : বন্দে ভারতের যাত্রীদের বিক্ষোভ।</p>
উল্লেখ্য, মাত্র কিছুদিন আগেই ওডিশায় ওডিশার জাজপুর-কেওনঝড় রোড দুর্ঘটনার কবলে পড়েছিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। কালবৈশাখীর জেরে একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। বৈতরণী নদীর উপর রেল ব্রিজ পেরনোর সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। দীর্ঘ কয়েক ঘণ্টা ট্রেন আটকে পড়ে। চূড়ান্ত ভোগান্তিক শিকার হন যাত্রীরা। সে সময়ও AC বন্ধ হয়ে যাওয়া এবং খাবার নিয়ে একাধিক অভিযোগ ওঠে যাত্রীদের তরফে।