কৌশাম্বির (Kaushambi Chakraborty) ক্লেম টু ফেম মিঠাই। সিদ্ধার্থের দিদি… মানে দিদিয়ার চরিত্রে মন জিতে নিয়েছিলেন তিনি। যদিও এখনও পর্দায় লাস্ট এপিসোড টেলিকাস্ট হয়নি, তবুও শেষ হয়ে গিয়েছে মিঠাই ধারাবাহিকের শ্যুটিং। এরই মধ্যে একাধিকবার তাঁর নাম জড়িয়েছে সহঅভিনেতা এবং পর্দার ভাই আদৃতের সঙ্গে। আজ দিদি নম্বর ১-এর সেটে নানা সিক্রেট আসবে সামনে। তার আগে আমাদের সঙ্গে বললেন মনের কথা।