Kurmi Protest : অভিষেকের কনভয়ে হামলায় গ্রেফতার, কুড়মি নেতাকে ৬ দিন CID হেফাজতের নির্দেশ – arrested kurmi leader kaushik mahato sent to six day cid custody by court


ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হওয়া কুড়মি নেতাকে সিআইডি হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায়, বৃহস্পতিবার মধ্যরাতে কুড়মি নেতা কৌশিক মাহাতোকে গ্রেফতার করে সিআইডি।

শুক্রবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে সিআইডির তরফে ঘটনার তদন্তের জন্য কুড়মি নেতাকে আট দিনের জন্য হেফাজত নেওয়ার আবেদন করে সিআইডি। তাঁর ৬ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছে আদালত। জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। মামলার এফআইআর কপিতে নাম ছিল কৌশিকের। কারণ গড় শালবনির ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কৌশিক। এই ঘটনার পর থেকে ওই কুড়মি নেতা গা ঢাকা দিয়েছিল বলে জানা গিয়েছে।

Kurmi Protest : অভিষেকের কনভয়ে হামলার ব্লু-প্রিন্ট কার তৈরি? কুড়মি নেতাদের জেলে গিয়ে জেরা করবে CID
ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়া থানার অন্তর্গত বড়কলা গ্রামে ছিলেন ওই কুড়মি নেতা। গোপন সূত্রে খবর পেয়ে বড়কলা গ্রামে হানা দেয় সিআইডি। বৃহস্পতিবার গভীর রাতে কৌশিক মাহাতোকে গ্রেফতার করে সিআইডি। অভিষেকের কনভয়ে আক্রমণের ঘটনায় সব মিলিয়ে ১১ জনকে গ্রেফতার করল সিআইডি।

Abhishek Banerjee : অভিষেকের কনভয়ে হামলার জের, মাঝরাতেই CID -র হাতে গ্রেফতার আরও ১ কুড়মি নেতা
এর আগে কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো এবং আদিবাসী নেগাচারী কুড়মি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাতোকে গ্রেফতার করা হয়। তারা এই মুহূর্তে জেলবন্দি। কুড়মি আন্দোলনকারী বিজেপির সক্রিয় কর্মী জয় মাহাতো সিআইডি হেফাজতে রয়েছেন। কৌশিকের গ্রেফতারি নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় মোট গ্রেফতার হল ১১ জন কুড়মি নেতা ও আন্দোলনকারী।

এডিজে ১ আদালতে তোলার সময় ধৃত কুড়মি নেতা কৌশিক মাহাতো বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । আমাদের আন্দোলন যেমন চলছে চলবে। কোনও ষড়যন্ত্র করে আমাদের আন্দোলনকে দমিয়ে ফেলা যাবে না।’ অন্যদিকে সরকারি আইনজীবী প্রশান্ত রায় বলেন, ‘ইস্ট সিংভূম চাকুলিয়া থানার বড়কলা গ্রাম থেকে সিআইডি কৌশিককে গ্রেফতার করেছে। তাঁকে আদালতে তোলা হলে সিআইডি ৮ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানালে বিচারক ৬ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।’

Kurmi Protest: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ফের গ্রেফতার, ধৃত বিজেপি নেতা
অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। গোটা ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। অভিষেকের গলায়ও একই সুর শোনা যায়। আগামী দিলে এই মামলা কোন দিকে যায়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *