Mansukh Mandaviya : মন্ত্রী মাণ্ডব্যর আন্ডে কা ফান্ডা! ডিম-টেস্ট পেরোতে কালঘাম পদ্মের – mansukh mandaviya wanted to eat boiled egg coming in kolkata then what happened know the story


এই সময়: পাকা আম, লাল তরমুজ থেকে কাজু, আখরোটের সম্ভার – কী ছিল না! কিন্তু যাঁর জন্য এত আয়োজন, সেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর যে ফলমূলে তেমন প্রেম নেই। তাঁর চাই ‘নিরামিষ ডিম’! তা-ও একটা নয়, চারটে! বিকেলে চারটে ডিম সিদ্ধ বাদে কিছু খেতে নাকি চিকিৎসক তাঁকে মানা করেছেন। মন্ত্রীর এই ‘আন্ডে কা ফান্ডা’-এ তো রাজ্য বিজেপি নেতাদের চক্ষু চড়কগাছ। পড়ন্ত বিকেলে গাড়ি হাঁকিয়ে ছুটলেন ডিম সিদ্ধর সন্ধানে। শেষে কাঁচা ডিম কিনে এনে সিদ্ধ করে ধরা হলো মন্ত্রীমশাইয়ের সামনে।

Modi Shah Nadda : বঙ্গে জুনেই হয়তো মোদী, শাহ-নাড্ডাও
মোদী সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রীদের সব রাজ্যে ঘুরিয়ে-ফিরিয়ে পাঠানো হচ্ছে। বাংলায় কেন্দ্রের ঢাক পেটাতে এসেছিলেন মাণ্ডব্য। গত মঙ্গলবার দুপুরে সল্টলেকে সদ্যনির্মিত দলীয় দপ্তরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। তার পরে ছিল আরও একটি বৈঠক। ফাঁকে মন্ত্রীর জন্য জলযোগের ব্যবস্থা। এ রাজ্যের বিজেপি নেতারা আমিষ খেলেও ভিন রাজ্যের বেশিরভাগ নেতাই নিরামিষাশী। মনসুখের জন্যও ছিল তেমনই ব্যবস্থা। কিন্তু খাবার টেবিলে বসেই তাঁর বিস্মিত প্রশ্ন, ‘এ কী! সিদ্ধ ডিম নেই?’

Bengal BJP : বামেদেরও নিশানা করার নিদান এবার বিজেপি নেতৃত্বের
ডিম! বিজেপি নেতারা ছুটলেন ক্যান্টিনে। সেখানে দুটো সিদ্ধ ডিমের সন্ধান পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন। প্লেটে সাজিয়ে বিট নুন ছড়িয়ে রাখা হলো মনসুখের সামনে। এ বার তিনি আরও অবাক! বললেন, ‘মাত্র দুটো! আমি রোজ বিকেলে চারটে ডিম খাই।’

Nitish Kumar Mamata Banerjee : পাটনায় বিরোধী বৈঠক ১২ জুন, তৃণমূলনেত্রীর প্রস্তাব মেনেই আলোচনার ডাক নীতীশের
দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের একজন বললেন, ‘কুছ পরোয়া নেই। সেক্টর ফাইভ অফিস পাড়া। কোথাও না কোথাও ঠিক ডিম মিলবে।’ গাড়ি নিয়ে সিদ্ধ ডিমের সন্ধানে বেরোলেন একদল কর্মী। খানিক দূরেই একটা খাবারের দোকান থেকে কিনে আনা হলো চারটে ডিম সিদ্ধ। ফের প্লেটে সাজিয়ে দেওয়া হলো মন্ত্রীকে।

Sukanta Majumdar : কাটআউটে ‘নিউ লুক’ পেতে ফটোশুটে সুকান্ত
কিন্তু এ বারও ‘ফেল’ বঙ্গ-বিজেপি। ডিমগুলো নেড়েচেড়ে মন্ত্রী বললেন, ‘ডাক্তারের পরামর্শে আমি ফুল বয়েলড ডিম খাই। এগুলো সব হাফ বয়েলড!’ ফের গাড়ি ছুটল ডিমের খোঁজে। এ বার আর ঝুঁকি নয়। আটখানা কাঁচা ডিম কিনে আনেন বিজেপি-কর্মীরা। ভালো করে সিদ্ধ করা হয় দপ্তরের ক্যান্টিনে। এবং ফের সাজানো হয় প্লেটে, ধরা হয় মন্ত্রীর সামনে। সবার বুক দুরুদুরু…কী জানি কী হয়!

স্বাস্থ্যমন্ত্রী কিছুটা সময় নিয়ে ডিম পরীক্ষা করে হেসে বললেন, ‘পারফেক্ট।’ হাঁফ ছাড়লেন সবাই। আশপাশে হাজির বিজেপি নেতাদের পশু চিকিৎসক মনসুখ ব্যাখ্যা দিলেন, ‘পোলট্রির ডিম হলো নিরামিষ। আর দেশি ডিম আমিষ। মাথায় ঢুকল?’ সদ্য ডিম-টেস্টে পাশ করা নেতা-কর্মীদের কেউ বিতর্ক বাড়ালেন না। মাথা নেড়ে বললেন, ‘ঠিক, ঠিক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *