Miyazaki Mango Price: বীরভূমের জাপানি আমের নিলাম, কত দাম উঠল জানেন? – japanese mango grown in birbhum dubrajpur auctioned today


বীরভূমের দুবরাজপুরের একটি মসজিদে মিয়াজাকি আমের খোঁজ মিলেছিল বৃহস্পতিবার । শুক্রবার সেই মিয়াজাকি আমের একটি তোলা হয় নিলামে। আমটি কিনতে ভিড় জমান অনেকেই। নিলামে ওই একটি আমের যা দাম উঠল তা এদেশের অনেকেরই এক মাসের রোজগার।

এবার পৃথিবীর সবচেয়ে দামি আমগুলির মধ্যে অন্যতম মিয়াজাকি। সম্প্রতি বীরভূমের একটি মসজিদের একটি গাছে দেখা মিলল এই বিদেশি আমের। বীরভূমের দুবরাজপুর পুরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের ওই মসজিদের আমগাছের আমগুলি পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, আমগুলি জাপানের খাঁটি মিয়াজাকি প্রজাতির। এই আমটির আনুমানিক দাম প্রায় আড়াই লাখ টাকা প্রতি কেজি । গাছে আম পাকতেই ছড়িয়ে পড়ে খবর। আমটি দেখতে ভিড় জমাতে থাকেন অঞ্চল সহ গোটা জেলার মানুষ।

Mango Price: একটি আমের দাম ২৫০০০০, কেষ্টর জেলাতেই ফলছে ‘জাপানি আম’

জানা গিয়েছে, বছর দুয়েক আগে বিদেশে ঘুরতে গিয়ে ওই আমের চারা এনে লাগান। সেই চারা গাছ এখন বিশাল মহীরূহ। এবছরে গাছে ফল ধরতেই নজরে পড়ে এটি অন্যান্য আমের থেকে আলাদা। বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতেই সামনে আসে আসল পরিচয়। তারপর থেকেই এই আম নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই স্থানীয়দের। অনেকে আমের সঙ্গে সেলফিও তোলেন। মসজিদ কমিটির সভাপতি কাজী আবু তালেব আগেই জানিয়েছিলেন, ” গাছটিতে মোট আটটি আম ধরেছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার জুম্মার নামাজের পর এই বিরল প্রজাতির আমের গাছ থেকে একটি আম পেড়ে তার নিলাম করা হবে।

Bankura Chhatna BDO : অফিস চত্বর জুড়ে আম-আপেলের সম্ভার, কৃষকদের উন্নতিতে ছাতনার BDO-র অভিনব প্রয়াস

সেই মতো মসজিদ কমিটির তরফ থেকে এই আম বিক্রির জন্য নিলাম ডাকা হয়েছে। আর সেই নিলামে ১০০-২০০ করে অবশেষে একটি আমের দাম উঠেছে ১০,৬০০ টাকা। আর এই আমটি কিনেছেন দুবরাজপুর এ পাওয়ার হাউস জামতলার বাসিন্দা মির্জা ইজাজ বেগ ওরফে পপিন । পেশায় তিনি কাপড় বিক্রেতা। মূলত মসজিদকে আর্থিক সাহায্য করার লক্ষ্যেই নিলামে ১০ হাজার ৬০০ টাকায় এই আমটি কিনলেন তিনি।” তবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী আড়াইশো গ্রাম ওজনের এই আমটির দাম ৬০ হাজার টাকা বেশি হলেও মফস্বল এলাকায় মাত্র ১০ হাজার ৬০০ টাকাতেই নিলাম হল আমটির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *