Recruitment Scam : রাজসাক্ষী কারা. কোর্টে জানাল সিবিআই – some of the government officials named in the charge sheet are considered as royal witnesses said cbi


এই সময়: চার্জশিটে নাম থাকা সরকারি আধিকারিকরাই কি ফাঁস করে দেবেন নিয়োগ দুর্নীতি রহস্য? বৃহস্পতিবার আলিপুর আদালতে অন্তত তেমনই ইঙ্গিত দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ দিনই তারা প্রথম দাবি করল, চার্জশিটে নাম রয়েছে এমন সরকারি আধিকারিকদের কয়েকজনকে রাজসাক্ষী হিসেবে ভাবা হচ্ছে। যদিও চার্জশিটে নাম থাকা ব্যক্তিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে এ দিন অভিযুক্তদের আইনজীবীরা আদালত কক্ষে হৈচৈ শুরু করেন। সিবিআইয়ের আইনজীবী পাল্টা জবাবে এই তথ্য জানান। যা নিয়োগ দুর্নীতি মামলাকে আরও একবার গুরুত্বপূর্ণ বাঁকে এনে দাঁড় করালো বলেই মনে করছেন অনেকে।

Jiban Krishna Saha : লুচি-আলুরদম জুটল না, রুটি-সবজিতেই জামাইষষ্ঠী জীবনের
এ দিন জেল হেফাজতের মেয়াদ শেষে আদালতে হাজির করা হয় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, সুব্রত সামন্ত রায়, প্রসন্ন রায়-সহ মোট ৯ জনকে। সওয়াল জবাব শুরু হতেই একে একে সিবিআইকে বিদ্ধ করেন আইনজীবীরা। জীবনকৃষ্ণের আইনজীবী বিপ্লব গোস্বামী জামিনের আবেদন করেন। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, জনপ্রতিনিধি বলেই তাঁর মক্কেলের জামিনের বিরোধিতা করা হচ্ছে। শুধু ‘প্রভাবশালী’ বলে কি এত দিন আটকে রাখা যায়? প্রশ্ন তোলেন বিপ্লব।

Arpita Partha : মাস্টারমাইন্ড পার্থই, কোর্টে দায় এড়িয়ে দাবি অর্পিতার
অন্যদিকে, শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত দাবি করেন, ‘চার্জশিটের ১৬.১.১৩ অনুচ্ছেদে কয়েক জনের নাম রয়েছে। তাঁদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?’ পরে সঞ্জয় আদালত চত্বরে সাংবাদিকদের জানান, চার্জশিটে যাঁদের নাম রয়েছে, তাঁদের ওএমআর শিট কারচুপিতে ভূমিকা রয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। ইচ্ছাকৃত ভাবে ছেড়ে রেখেছে সিবিআই। তাঁর দাবি, এ ক্ষেত্রে সিবিআই পিক অ্যান্ড চুজ করে গ্রেপ্তার করছে। এই প্রসঙ্গেই চার্জশিটে নাম থাকা এসএসসির দুই সরকারি আধিকারিক পর্ণা বসু এবং সমরজিৎ আচার্যের নাম প্রকাশ্যে চলে আসে। অভিযুক্তদের আইনজীবীদের প্রশ্ন, তাঁদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?

উত্তরে নতুন তথ্য তুলে ধরেন সিবিআইয়ের আইনজীবী। তিনি বলেন, ‘নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটের অভিযুক্তদের মধ্যে সরকারি আধিকারিকরা আছেন। তাঁদের মধ্যে কিছু লোককে রাজসাক্ষী করার কথা ভাবা হচ্ছে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গিয়েছে।

Partha Chatterjee Arpita Mukherjee : পার্থর প্রবল প্রতিপত্তি এড়ানো সম্ভব ছিল না অর্পিতার, দাবি আইনজীবীর
প্রত্যেক অভিযুক্তের এই দুর্নীতিতে কোনও না কোনও ভূমিকা ছিল। এর আগে ইডির চার্জশিটে উঠে আসে শিক্ষা সচিব মণীশ জৈন এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যের নাম। এই প্রেক্ষিতে সরকারি আধিকারিকদের নাম নিয়ে ফের জলঘোলা শুরু হওয়ায় এই মামলা গুরুত্বপূর্ণ বাঁকে এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

Kalighater Kaku : ED স্ক্যানারে ‘কালীঘাটের কাকু’! সুজয়কৃষ্ণকে CGO-তে হাজিরার নির্দেশ
আদালতও এ দিন সিবিআইকে জানায়, যে সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি তাঁদের যেন গোপন জবানবন্দি নেওয়া এবং সাক্ষী হিসেবে তুলে ধরার আইনি প্রক্রিয়া শুরু করা হয়। এদিন অবশ্য ধৃতদের প্রত্যেকেরই জামিনের আবেদন খারিজ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *