Trending News : জালিমের পরকীয়া! প্রেমিকার সঙ্গে তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বাঁধল গ্রামবাসীরা, ভিডিয়ো ভাইরাল – birbhum tmc leader caught red handed over extra marital affair


তৃণমূল নেতার বিরুদ্ধে এবার পরকীয়ার অভিযোগ। পরকীয়ার অভিযোগে তৃণমূল নেতা প্রেমিককে তাঁর প্রেমিকার সঙ্গে একটি দড়ি দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। এই ঘটনায় বীরভূম জেলায় (Birbhum Trinamool Congress leader) চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলামবাজারের নানাশোল গ্রাম পঞ্চায়েতের খাদিমপুকুর গ্রামের বুথ সভাপতি জালিম শেখ ওরফে শিশ মহম্মদকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলামবাজারের ভগবতী বাজার এলাকার বাসিন্দা এক বিবাহিত মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে ওই তৃণমূল নেতার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।

Trinamool Congress : ক্লাব দখলকে ঘিরে অশান্তি বাঁধানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে! পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
বৃহস্পতিবার বিকেলে ওই মহিলার সঙ্গে দেখা করতে যান ওই তৃণমূল নেতা। তখনই গ্রামবাসীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। তখনই ওই তৃণমূল নেতার সঙ্গে তাঁর প্রেমিকাকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখা হয়। ইলামবাজার থানার পুলিশের কাছে গোটা ঘটনার খবর যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ওই তৃণমূল নেতা ও তাঁর প্রেমিকাকে উদ্ধার করে ইলামবাজার থানায় নিয়ে যায় পুলিশ।

তৃণমূল নেতাকে গাছে বাঁধার ভিডিয়ো নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শাসকদলের এই নেতাক ব্যক্তিগত জীবনে এইভাবে সর্বসমক্ষে বেআব্রু হওয়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূলও। যদিও স্থানীয় তৃণমল নেতৃত্ব এই নেতার সঙ্গে দলের যোগাযোগের কথা অস্বীকার করেছেন। তাঁদের দাবি, জালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Nadia News : নয়ানজুলি ভরাট করার অভিযোগ CPIM-BJP কর্মীর বিরুদ্ধে! রুখে দাঁড়ালেন স্থানীয়রা
স্থানীয় বাসিন্দা রহিমা বিবি বলেন, ‘অনেকদিন ধরেই এই তৃণমূল নেতার এখানে আনাগোনা ছিল। আমরা জানি উনি বিবাহিত। রাতেও এই ব্যক্তিকে বিভিন্ন সময়ে এখানে দেখা গিয়েছে। এই ধরনের ঘটনা কোনওভাবেই প্রশয় দেওয়া যায় না। আমার অনেক দিনে ধরে এই ব্যক্তিকে হাতেনাতে ধরার পরিকল্পনা করেছিলাম। পরে তাঁকে ধরে ফেলা হয়।’

Nadia News : BJP বুথ সহ সভাপতির রহস্য মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করলেন ন্যাশনাল কমিশনের প্রতিনিধিদল
আরেক বাসিন্দা মতিউর খান বলেন, ‘রাজ্যে যেভাবে একের পর এক নেতাদের কেচ্ছা সামনে আসছে, তাতে এই ঘটনায় আমরা মোটেও অবাক নই। এই তৃণমূল নেতা বিবাহিত, তাঁর পরিবার রয়েছে বলেই আমরা জানি। সেখানে কীভাবে তিনি অন্য আরেকজন মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়লেন, ভেবেই অবাক লাগে। এরা না কি মানুষের কথা বলে, মানুষের সমস্যার সমাধানের কথা বলে। এদিকে নিজের পরিবারকে ঠকিয়ে এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। লজ্জাও করেন না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *