Trinamool Congress: ‘পার্টি করতে হলে মুচলেকা দিতে হবে…’, দলের শৃঙ্খলা রক্ষায় কড়া নিদান তৃণমূল নেত্রীর – malda tmc leader advice to take declaration from each party member to stop group clash


তৃণমূল দল করার জন্য এবার সদস্যদের দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়ার নিদান তৃণমূল নেত্রী। তবেই দলে দলাদলি গোষ্ঠী দ্বন্দ্ব এড়ানো যাবে বলে মনে করছেন মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রী সাবিত্রী মিত্র। সামনেই পঞ্চায়েত ভোট। এখনও দিন ঘোষণা না হলেও পঞ্চায়েতকে নজরে রেখেই জেলায় জেলায় প্রস্তুতি শুরু। একইসঙ্গে প্রতিদিনই তৃণমূলের প্রার্থী পদ নিয়ে অন্তর্দ্বন্দ্ব ও গোষ্ঠীদ্বন্দ্বের খবর উঠে আসছে।

Sukanta Majumdar : ‘আগে তৃণমূল বলত, এখন সিবিআই বলে খেলা হবে…’, খোঁচা সুকান্তর

দল থেকে এই সমস্যা দূর করতেই কর্মীসভায় দলীয় সদস্যদের কড়া বার্তা তৃণমূল নেত্রীর। তিনি বলেন, “মুচলেকা দিয়ে পার্টি করতে হবে। টিকিটের জন্য নয়। মাথায় রেখে যারা আসবেন তারাই পার্টি করতে আসবেন। একটা প্রেসিডেন্ট হয়েছেন বলে বলবেন আমি গ্রাম পঞ্চায়েতে দাঁড়াব,পঞ্চায়েত সমিতিতে দাঁড়াব, তাহলে হবে না। আগে পার্টিটা ভালো করে করুন, তারপর ভোটে দাঁড়াবেন।” তৃণমূলের শাখা সংগঠনের রাজনৈতিক কর্মশালায় মালদা কলেজ অডিটোরিয়ামে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মানিকচকের তৃণমূল বিধায়ক তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রী সাবিত্রী মিত্র।

Hooghly TMC : ‘সব জেলাকে ছাপিয়ে যাবে!’ হুগলিতে অভিষেকের নবজোয়ারে জনপ্লাবনের ভবিষ্যতবাণী মন্ত্রী বেচারামের

মালদা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রী কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, “শাখা সংগঠনকে মনে রাখতে হবে মূল সংগঠনের আগে কোন সংগঠন এক পা-ও এগোবেন না। মূল সংগঠনের পিছনে সবাই হাঁটবেন। যতদিন পর্যন্ত রহিম বক্সি সভাপতি থাকবেন। তার নেতৃত্বেই পার্টি করতে হবে। যখন যে প্রেসিডেন্ট থাকুক তার নেতৃত্বকে মেনেই পার্টি করতে হবে।না হলে আপনার তৃণমূল কংগ্রেস করার দরকার নেই। ব্লকে শাখা সংগঠনের সভাপতি যারা করবেন তারা দলের সঙ্গে আলোচনা করে করবেন। আর কাউকে যদি ভাবেন পার্টি থেকে গুরুত্ব না দিয়ে চেপে দেবেন, তাহলে আমিও তাঁকে ব্লক থেকে উঠিয়ে ফেলে দেব।”

Nawsad Siddique: ‘পঞ্চায়েত ভোটে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে কুড়মি আন্দোলন’, মন্তব্য নওশাদের

এদিন ওই সভায় বক্তব্য রাখার সময় শাখা সংগঠনের কর্মীদের হুঁশিয়ারি দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি বলেন,”কেবলমাত্র গাড়িতে বোর্ড লাগানোর জন্য পদ আঁকড়ে বসে থাকব। দলের কোনও কাজ করব না, তা বরদাস্ত করা হবে না।” এদিনের শাখা সংগঠনের রাজনৈতিক কর্মশালায় আব্দুর রহিম বক্সি,সাবিত্রী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব।

Malda News: ফুলে ফুলে ঠোকাঠুকি, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *