এই সময়: উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থানাধিকারী প্রেরণা পাল যোগ দিলেন রাজ্য সরকারের আয়োজিত কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে। ফলাফল প্রকাশের দিনই প্রেরণা নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। দাবি করেছিলেন, ‘এই দুর্নীতিতে যুক্ত বাংলা আমার রাজ্য নয়।’ এরপর থেকেই কৃতী ছাত্রী ও তাঁর পরিবারের রাজনৈতিক পরিচয় নিয়ে জলঘোলা শুরু হয়।
এর আগে এই সময়-কে প্রেরণা জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত রাজ্য সরকারের কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে অবশ্যই যোগ দেবেন। আর বৃহস্পতিবার করলেনও তাই। বাবা-মায়ের সঙ্গেই তিনি এদিন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে সরকারি অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ছবিও তোলেন অন্যদের সঙ্গে। রাজ্য সরকারের দেওয়া স্মারক, ল্যাপটপ, বইপত্র, ঘড়ি, মিষ্টিও গ্রহণ করেন।
এর আগে এই সময়-কে প্রেরণা জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত রাজ্য সরকারের কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে অবশ্যই যোগ দেবেন। আর বৃহস্পতিবার করলেনও তাই। বাবা-মায়ের সঙ্গেই তিনি এদিন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে সরকারি অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ছবিও তোলেন অন্যদের সঙ্গে। রাজ্য সরকারের দেওয়া স্মারক, ল্যাপটপ, বইপত্র, ঘড়ি, মিষ্টিও গ্রহণ করেন।
তবে এ দিন প্রেরণা দাবি করেন তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রেরণার কথায়, ‘আমি কখনই বলিনি বাংলা আমার রাজ্য নয়। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।’ মেয়ের সুরেই সুর মিলিয়েছেন বাবা অশোক পালও। তিনি জানিয়েছেন, মেয়ে যে কথা বলতে চেয়েছিল, তাতে সমর্থন রয়েছে তাঁরও। কিন্তু দুর্নীতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে এত বিরক্তি সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রীর ডাকা অনুষ্ঠানে প্রেরণা?
এ বিষয়ে ছাত্রীর বাবা বলেন, ‘এটা কোনও গোষ্ঠী বা ব্যক্তির অনুষ্ঠান নয়। এটা সংবিধানিক সংস্থার সংবর্ধনা। আমার মেয়ে এটা অর্জন করেছে, সেই কারণেই আসা।’ এ দিন অবশ্য প্রেরণার সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি স্ক্রিনশটও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।