Abhishek Banerjee on Coromandel Accident : ‘বিবেকবোধ থাকলে পদত্যাগ করুন…’, করমণ্ডলের ঘটনায় রেলমন্ত্রককে দুষলেন অভিষেক – abhishek banerjee blame rail ministry and central government for coromandel express accident


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পুরো দায় নিয়ে হবে কেন্দ্রীয় রেল মন্ত্রক ও কেন্দ্রীয় সরকারকে। এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ” ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রীর নূন্যতম বিবেকবোধ, মনুষ্যত্ব থাকে, তার আগে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ব্যর্থতার সম্পূর্ণ দায় কেন্দ্রীয় সরকারের এবং রেল মন্ত্রকের।”

Abhishek Banerjee : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা! নবজোয়ার যাত্রা &amp#39;সংক্ষিপ্ত&amp#39; করলেন অভিষেক
ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিষেক এদিন জানান, এর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অ্যান্টি কোলিসন ডিভাইজ নিয়ে একাধিক তথ্য মানুষের সমানে তুলে ধরেছিলেন। কিন্তু বালেশ্বর ঘটনা প্রমাণ করে দিল রেল মন্ত্রকের ত্রুটি রয়েছে বলে মনে করছেন তিনি।
অভিষেক বলেন, “ACD ( Anti Collision Device) যার কথা বারবার প্রচার করা হয়েছে, এমনকি কয়েকমাস আগে রেলমন্ত্রী দুটি ট্রেনের মডেল নিয়ে ডেমো দেখিয়েছিলেন।..পরবর্তীকালে প্রধানমন্ত্রী এর নাম দিয়েছিলেন কবচ।” কিন্তু সেই প্রক্রিয়া কতোটা কার্যকরী তা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করেন তিনি।

Abhishek Banerjee : হাওড়ায় অভিষেকের নব জোয়ার কর্মসূচি, জেলা জুড়ে সাজসাজ রব
পাশাপাশি, মানুষের সুরক্ষার স্বার্থে রেলের আরও বেশি অর্থ নিয়োগের প্রয়োজন বলে অভিষেক জানান। তাঁর কথায়, ১৫০০ কোটি টাকা ব্যয়ে ৮০০ জন সাংসদের জন্য নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, অথচ ৮ কোটি মানুষ যে রেলের উপর নির্ভরশীল তার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল বলে তিনি মনে করছেন।

Abhishek Banerjee : অভিষেকের কনভয়ে হামলার জের, মাঝরাতেই CID -র হাতে গ্রেফতার আরও ১ কুড়মি নেতা
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান, এই ঘটনা আর দু’ঘণ্টা পরে ঘটলে আরও মৃতের সংখ্যা বাড়তে পারত। তাঁর যুক্তি, সন্ধ্যা বেলা বেশিরভাগ মানুষ নিচের বার্থে থাকে। অনেক যাত্রী উপরের বার্থে তখনও শুতে যান নি। সে কারণেই ঘটনার আর ঘণ্টা দুয়েক বাদে এটি হলে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানান তিনি।

রাজ্য জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি চলেছে। তবে এই মর্মান্তিক ঘটনার জন্য সব কর্মসূচি শনিবার বাতিল করেন অভিষেক। এদিন তাঁর কর্মসূচি ছিল হাওড়া জেলার বাগনান, শ্যামপুর সহ একাধিক জায়গায়। তবে দুর্ঘটনার কারণে সেই সব কর্মসূচি বন্ধ রেখেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তবে দিন বাগনানে লাইব্রেরি মোড় থেকে খালো কালীবাড়ি পর্যন্ত একটি মিছিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি পুজো দেন কালী মন্দিরে। এরপর তাঁর কর্মসূচিতে ট্রেন দুর্ঘটনায় নিহত যাত্রীদের স্মরণ করে ২ মিনিট নীরবতা পালন করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *