Coromandel Accident Red Volunteers : বালেশ্বরে রেল দুর্ঘটনার জেরে রক্ত সংকট! সাহায্যে ঝাঁপাল রেড ভলান্টিয়ার্স – red volunteers starts helpline number to help odisha train accident injured


ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যুপুরী বালেশ্বর। একের পর এক মৃতদেহ উদ্ধার হয়েছে দুমড়ে-মুচড়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের কামরা থেকে। হাসপাতালে আহতের ভিড়। রক্তের জন্য হাহাকার। এই অবস্থায় রক্তের সংকট মেটাতে আসরে নামল রেড ভলান্টিয়ার্স।

Coromandel Express Accident: কী ভাবে এক লাইনে দু’টি ট্রেন? করমণ্ডল-দুর্ঘটনার নেপথ্যে সিগন্যাল ত্রুটি?
প্রশাসনের পাশাপাশি আহতদের যাবতীয় সাহায্য করতে এগিয়ে এল CPIM-এর ছাত্র-যুবদের দল। ওডিশার বালেশ্বর থেকে উদ্ধার করে যে সকল রাজ্যবাসীকে মেদিনীপুর, হাওড়া, কলকাতা, খড়গপুরে নিয়ে আসা হয়েছে, তাঁদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করল রেড ভলান্টিয়ার্স। পাশাপাশি নিজেরাও ব্লাড ডোনেশনের বন্দোবস্ত করছে ভলান্টিয়াররা।

Coromandel Express Accident : লাফিয়ে বাড়ছে মৃত্যু, বালেশ্বর রেল দুর্ঘটনার ভয়াবহ দৃশ্যে শিউরে উঠছে দেশ
নিখোঁজ যাত্রীদের সন্ধান চালানো, জখমদের হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তাঁরা। একইসঙ্গে জখমদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে যাত্রী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে কোমর বেঁধে নেমে পড়েছে CPIM-এর লাল সৈনিকরা।

Odisha Train Accident : রেল দুর্ঘটনাস্থলে যুদ্ধাকালীন তৎপরতা, ৫০ ছাড়িয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় আক্রান্ত যারা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, খড়গপুর রেল হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদের রক্ত সহ যে কোনও জরুরি প্রয়োজনে রেড ভলান্টিয়ারদের যোগাযোগ করা যাবে। হেল্পলাইন নম্বরগুলি হল, (মেদিনীপুর মেডিক্যাল কলেজের জন্য) কুন্দন- 9474970783, সঞ্জয়- 7076264843, চন্দন- 8617536129, সুদীপ- 9933030188, রনিত- 7797340540, সুকুমার- 9749501875, সুব্রত- 9832174627, নীলোৎপল- 8001129995, বাবু- 9932281212

(খড়গপুর রেল হাসপাতালের জন্য) অমিতাভ- 954818334, ডি কুমার- 7001055780, মুকুল- 9614122904, দুর্মাদ- 9434894221, সবুজ- 9933750692

এ ছাড়াও যোগাযোগ করা যাবে, বিজয়- 9083779260 এবং তাপস- 9434025152 নম্বরে।

Mamata Banerjee : রেল দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা, সকালেই হেলিকপ্টারে বালেশ্বর রওনার সিদ্ধান্ত
শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী ছিল ওডিশার বালেশ্বরের নিকটে বাহানাগা স্টেশন। একই লাইনে একটি মালগাড়ির মুখোমুখি চলে আসে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়িটির উপর উঠে যায় এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন। যার জেরে এক একাধিক কামরা লাইনচ্যুত হয়। ১৫টি বগি কার্যত খালনা গাড়ির মতো দমুড়ে মুচড়ে যায়। এখনও পর্যন্ত ২৬১ জনের প্রাণ গিয়েছে ঘটনায়। আহত হয়েছেন ৯০০-র অধিক ।

Coromandel Train Accident News: মুচড়ানো বগি থেকে ভেসে আসছে আর্তনাদ! অন্ধকারে মোবাইল জ্বালিয়ে বাঁচানোর চেষ্টা
একাধিক মানুষ বালেশ্বর, কটক, মেদিনীপুর মেডিক্যাল কলেজ, খড়গপুর রেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার মধ্যেই দেখা দিয়েছে ভয়ংকর রক্তের সংকট। আহতদের আত্মীয় পরিজনেরা রক্ত জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তাঁদের সাহায্য়েই এবার ঝাঁপিয়ে পড়ল CPIM-এর রেড ভলান্টিয়াররা। রক্ত জোগাড়, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা, কোন হাসপাতালে বেড খালি রয়েছে, ইত্যাদি তথ্যের জন্য তাঁরা চালু করেছে উপরে উল্লিখিত হেল্পলাইন নম্বরগুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *