Coromandel Express Accident Reason : দুটি কামরার মাঝে ৫ ঘন্টা আটকে! সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে আতঙ্কে ভাটপাড়ার দুই বন্ধু – coromandel express accident bhatpara 2 youths injured they are admitted in hospital


Balasore Train Accident : দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আহত প্রায় হাজারের কাছাকাছি মানুষ। ঘটনাস্থল ওডিশার বালেশ্বরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কেন্দ্রীয় রেলমন্ত্রী। এমনকি আসছেন প্রধানমন্ত্রীও, এমনটাই জানা গিয়েছে। আর এই ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের মধ্যে রয়েছেন রাজ্যের বহু মানুষ। স্থানীয় হাসপাতাল সহ মেদিনীপুর এমনকি কলকাতার হাসপাতালেও স্থানান্তরিত করা হচ্ছে আহত যাত্রীদের। সারি দিয়ে পড়ে রয়েছে মৃতদেহ।

Coromandel Express Accident Live Update : বালেশ্বরের উদ্দেশে রওনা দিলেন মোদী
বীভৎস সেই মুহূর্তের দৃশ্য প্রত্যক্ষ করেছেন উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ার দুই বন্ধুও। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসে চেপে কেরালায় যাচ্ছিলেন শ্যামনগর রাহুতার বিআরএস নবপল্লীর বাসিন্দা রবি বিশ্বাস। সঙ্গে ছিলেন তাঁরই এক বন্ধু সঞ্জয় দত্ত। দুজনেই কেরালায় কাঠের কাজে যাচ্ছিলেন।

Balasore Train Accident : এখন‌ও মৃত্যুর খবর নেই, আহত একাধিক! বালেশ্বরে নিখোঁজ বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ
কিন্তু ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রবি ও সঞ্জয়। ট্রেন দুর্ঘটনায় ছেলে আহতের খবরে ভেঙে পড়েছেন বিশ্বাস দম্পতি। আহত রবির দিদি মলি নন্দী বিশ্বাস জানান, “রাতে বাবা ফোন করে জানান ভাই ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে। খবর পেয়ে বাপের বাড়িতে চলে আসি।

Naveen Patnaik on Coromandel Express : ‘সকালেই যাচ্ছি!’ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ ওডিশার মুখ্যমন্ত্রীর
ভাই প্ৰথমে বালেশ্বর হাসপাতালে ভর্তি ছিল। সেখান থেকে মেদিনীপুরে একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে শুনেছি”। মলি দেবী বলেন, “ভাই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক এটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা”। পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরে দুই কামরার মাঝে প্রায় পাঁচ ঘন্টা আটকে ছিলেন রবি। অবশেষে আর্তনাদ শুনে উদ্ধার করে স্থানীয়রাই। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

Balasore Train Accident : বীভৎস দৃশ্য! দুর্ঘটনা থেকে ফিরে অভিশপ্ত কাহিনি ডায়মন্ডহারবারের যুবকদের মুখে
প্রথমে বালেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় রবিকে। ভেঙেছে তাঁর পায়ের হাড়, শরীরের একাধিক জায়গা ক্ষতবিক্ষত হয়েছে বলেও জানা গিয়েছে। বন্ধু সঞ্জয়ও গুরুতর আহত হয়েছেন এই ট্রেন দুর্ঘটনায়। ইতিমধ্যেই তাঁর পরিবারের লোকজন পৌঁছেছেন ঘটনাস্থলে। সঞ্জয়কে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

আহত দুই যুবকের পরিবারের তরফেই এখন কাটছে উৎকণ্ঠার প্রহর। সুস্থ শরীরে ফিরে আসুক এলাকার ছেলেরা এখন এটাই চাইছে ভাটপাড়ার মানুষ। স্থানীয় এক বাসিন্দা জানান, “ওরা দু’জন খুব ভালো বন্ধু। তাই দুজনেই একসঙ্গে কেরালাতে কাজ করতে যেত। মাঝে মধ্যেই ওরা যাতায়াত করত। কিন্তু এরকম ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হতে হবে, সেটা ভাবতে পারিনি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *