Coromondel Express Accident : বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনায় বাংলার কতজন বাসিন্দার মৃত্যু? জখম‌ই বা কত? মুখ খুলল রাজ্য সরকার – how many people of bengal died till now in balasore train accident west bengal government gave figures


শুক্রবার সন্ধে ৭টা নাগাদ ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনে পশ্চিমবঙ্গের অনেকে বাসিন্দা ছিল বলেই জানা যায়। মৃতদের মধ্যেও রাজ্যের অনেক বাসিন্দা থাকার প্রবল সম্ভাবনা ছিল। পরিসংখ্যান প্রকাশের পর বাস্তবে তেমনটাই হল।

বিকেল সাড়ে ৪টে অবধি রাজ্য সরকারের পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই দুর্ঘটনায় এখনও অবধি বাংলার ৩১ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। পরিসংখ্যান থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের ৫৪৪ জন আহত হয়েছে। জখমদের মধ্যে ২৫ জন ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ১১ জনের বাংলায় চিকিৎসা চলছে।

Manas Bhunia Coromadel Express Accident : ‘পা ঝুলছে, মাথা থেঁতলে রয়েছে…’, দুর্ঘটনাস্থলে গিয়ে বীভৎস দৃশ্য চাক্ষুস মমতার মন্ত্রীর
এই পরিসংখ্যা নিঃসন্দেহে রাজ্যের জন্য কষ্টদায়ক। রাজ্য প্রশাসন মনে করছে, উদ্ধারকাজ আরও এগোলে মোট মৃতের সংখ্যার পাশাপাশি রাজ্যের নাগরিকদের মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে। মৃতদেহ ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলেই জানা গিয়েছে।

দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজে ওড়িশা সরকারে পাশে দাঁড়িয়েছিল রাজ্য প্রশাসন। শুক্রবার রাতে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতি মনিটরিং করছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মেদিনীপুর থেকে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও প্রয়োজনীয় জিনিস নিয়ে বালেশ্বরের উদ্দেশে রওনা দেন মন্ত্রী মানস ভুঁইয়া। তৃণমূল সাংসদ দোলা সেনও তাঁর সঙ্গে ছিলেন। মেদিনীপুর জেলার প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন এবং উদ্ধারকাজে তদারকি শুরু করেন।

Coromandel Express Accident : দুর্ঘটনা কবলে করমণ্ডল এক্সপ্রেস, পশ্চিম মেদিনীপুর থেকে গেল অ্যাম্বুল্যান্স-শববাহী গাড়ি
এদিন বালেশ্বের দুর্ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন তিনি। বাংলায় মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা মেডিক্যাল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে আহতদের সঙ্গে কথা বলে রাজ্যপাল। বাংলার এতজন বাসিন্দার মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি। এর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেছেন সিভি আনন্দ বোস।

Coromandel Express Accident Reason : দুটি কামরার মাঝে ৫ ঘন্টা আটকে! সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে আতঙ্কে ভাটপাড়ার দুই বন্ধু
এদিন দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন বায়ুসেনার বিশেষ কপ্টারে ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী। উদ্ধারকাজ খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী মোদী। আগেই রেলমন্ত্রকের তরফে দুর্ঘটনা মৃতদের ১০ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *