Dilip Ghosh Said About Coromandel Express Accident – ‘উন্নত প্রযুক্তি থাকা দরকার…’, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পরামর্শ দিলীপের


Coromandel Express Accident : বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্ধারকাজের ক্ষেত্রে রেল মন্ত্রককে ঘুরিয়ে ‘পরামর্শ’ দিলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে নিউটাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের বলেন, “ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে। বহুদিন পর এমন দুর্ঘটনা ঘটল। আধুনিক ব্যবস্থা আসার পর হয়নি। বহু মানুষ, কত জনের ক্ষয়ক্ষতি হয়েছে দুমড়ে মুচড়ে গেলে বার করতেও সময় লাগে”। তিনি আরও বলেন, “ওই জায়গা গ্রামীণ এলাকা। যাওয়ার রাস্তা নেই। স্টেশন নেই। আলো নেই সন্ধ্যার পর দুর্ঘটনা হয়েছে।

Dilip Ghosh : ‘টাকা পয়সা আছে…বড় ব্যবসায়ীর ছেলে’, বাইরনের তৃণমূলে যোগদান প্রসঙ্গে দিলীপ
ফলে উদ্ধারকার্যেও অনেকটা ব্যাহত হয়েছে। গ্রামের মানুষ এসে আগে উদ্ধারকার্য শুরু করেছেন। কিন্তু এই ধরনের ক্ষেত্রে উন্নত উদ্ধারকার্যের ব্যবস্থা ও প্রযুক্তির দরকার। নাহলে জীবনহানি অনেক হয়ে যায়”। রাজ্য সরকার দুর্ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স পাঠিয়েছে। এই ব্যাপারে দিলীপ বলেন, “স্বাভাবিক। সবাই মিলে চেষ্টা করছেন।

Dilip Ghosh : ‘আসল সিনেমা তো ED-CBI দেখাচ্ছে…’, অভিষেককে আক্রমণ দিলীপের
আমরাও তো খড়গপুর থেকে অ্যাম্বুল্যান্স পাঠিয়েছি, লোকেরা গিয়েছেন। জলেশ্বর থেকে পুরো রাস্তা জ্যাম। মেদিনীপুরের বহু লোক হতাহত হয়েছেন। আমাদের রাজ্য সভাপতি রাতে বেরিয়ে সকালের মধ্যে বালেশ্বরে হাসপাতালে পৌঁছে গিয়েছেন। বিরোধী নেতাও একাধিক অ্যাম্বুল্যান্স পাঠিয়েছেন।

Dilip Ghosh : ‘BJP-র গায়ে হাত দিলে জ্বলে যাবে!’ হুঁশিয়ারি দিলীপের
আমরাও চেষ্টা করেছি রাজ্য সরকারও চেষ্টা করছে, সবারই করা উচিত। যতটা সম্ভব প্রাণ বাঁচানো যায় আর মানুষের কষ্ট কমানো যায়। যাদের আত্মীয় পরিজন এই ট্রেনে ছিলেন তারা অনেক উৎকণ্ঠায় আছেন”। এই ঘটনার জেরে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন সৌগত রায়। এই নিয়ে কটাক্ষ করে দিলীপ বলেন, “সৌগত রায়ের বয়স হয়ে গিয়েছে।

Balasore Train Accident : ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ দিনহাটার যুবক! বন্ধ ফোন, আতঙ্কে কাঁপছে পরিবার
কোথায় কি বলতে হয় জানেন না। উনি একসময় মন্ত্রী ছিলেন কিনা জানিনা, ওনাদের দল ছিল মন্ত্রীত্বে। কি হয়েছিল জানেন সবাই। এই ধরনের ঘটনা তো কোনও মানুষের হাতে নেই, হয়ে যায়। দুর্ঘটনা দুর্ঘটনাই। আধুনিক ব্যবস্থা হওয়াতে অনেক দুর্ঘটনা কমেছে। ট্রেনে প্রতি মাসে তখন দুর্ঘটনা ঘটত, এখন অনেক কমেছে। কিছু ঘটনা হয়। কিন্তু সবাইকে মানসিক স্থিরতা রাখা উচিত”।

Coromandel Express Accident : দুর্ঘটনা কবলে করমণ্ডল এক্সপ্রেস, পশ্চিম মেদিনীপুর থেকে গেল অ্যাম্বুল্যান্স-শববাহী গাড়ি
দুর্ঘটনাস্থলে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। এই বিষয়টিকে মেনে নিয়ে দিলীপ ঘোষ বলেন, “ঠিকই আছে। পশ্চিমবঙ্গ সরকারের থেকে যেহেতু গাড়ি গিয়েছে। সরকারের লোক গিয়ে খোঁজখবর নেবেন কে কোথায় কিভাবে আছেন এখানকার অনেক আত্মীয়রাই উদ্বিগ্ন। কিন্তু অনেক লোক গিয়ে ভিড় বাড়িয়ে লাভ নেই।

Coromandel Express Accident : ট্রেন কখন ছাড়বে? করমণ্ডল দুর্ঘটনার পর হাওড়ায় যাত্রীদের থিকথিকে ভিড়
লে ম্যানরা গিয়ে তো কোনও কাজ নেই, এখানে ডাক্তারদের কাজ। টেকনিশিয়ান এনডিআরএফ-এর টিম এসেছে। তাদের যাতে কাজে অসুবিধা না হয় সেটা দেখতে হবে”। এছাড়াও দিলীপ কথা বলেন তিহাড় জেলে অনুব্রত সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের দেখা করতে যাওয়া নিয়েও।

Odisha Train Accident Highlights : লাশের পর লাশ স্তূপাকৃত! ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ২৩৩, আহত ৯০০
তিনি বলেন,”অনুব্রত হচ্ছেন তৃণমূলের বড় সম্পদ। কেউ বলছেন বীর কেউ বলছেন বাঘ। তাদের কাছে অনেক গুরুত্ব আছে স্বাভাবিক। এতদিন ধরে লোকটা পার্টির জন্য টাকা তুলে দিয়েছে। তার ভালো মন্দ দেখার দায়িত্ব এখন অসময়ে দলের। কিন্তু পার্থ বাবুর সঙ্গে কেউ দেখা করেন কিনা সেটা আমরা জানতে পারি না”।

Dilip Ghosh Bayron Biswas : বায়রন বিজেপিতেই আসতে চেয়েছিলেন, দাবি দিলীপের
দিলীপ এদিন কথা বলেন দিনহাটায় BJP কর্মী খুন নিয়েও। বলেন, “উদয়ন গুহর লোক যদি খুন করেন উনি কেন মানবেন? একজন রাজনৈতিক কর্মী খুন হচ্ছেন, বাড়িতে ঢুকে খুন করা হচ্ছে। সমাজ বিরোধী বা ডাকাত নন যে তার বিরুদ্ধে কেস আছে! তিনি আমাদের দলের কর্মী। তাঁকে বাড়িতে ঢুকে খুন করা হচ্ছে। পুলিশ তদন্ত করুক”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *