Howrah Station : আহতদের নিয়ে হাওড়ায় এসে পৌঁছল উদ্ধারকারী ট্রেন, প্রস্তুত মেডিক্যাল টিম – yesvantpur howrah express reached at howrah with wounded passengers from coromandel express accident place


হাওড়া স্টেশনে এসে পৌঁছল উদ্ধারকারী ট্রেন। যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস আহত যাত্রীদের নিয়ে এসে পৌঁছল হাওড়া স্টেশনে। বিভীষিকাময় রাতের দুর্ঘটনার স্মৃতি নিয়ে পৌঁছলেন আহত যাত্রীরা। হাওড়ায় মেডিক্যাল টিম, প্রাথমিক সাহায্যের জন্য একাধিক ব্যবস্থা করে রাখা আছে। হাওড়া স্টেশনের বাইরেই প্রস্তুত রয়েছে অ্যাম্বুল্যান্স। আহত যাত্রীদের দ্রুত যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে।

Coromandel Express Accident : ট্রেন কখন ছাড়বে? করমণ্ডল দুর্ঘটনার পর হাওড়ায় যাত্রীদের থিকথিকে ভিড়
হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছয় যশবন্তপুর হাওড়া ট্রেন। আহত বা অসুস্থ যাত্রীদের জন্য ৮ নম্বর প্লাটফর্মে আপৎকালীন মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আহাতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মজুদ রাখা হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। গুরুতর আহত যাত্রীদের সঙ্গে সঙ্গে স্টেশন থেকে দ্রুত সেই অ্যাম্বুল্যান্স করে রেলের বিআর সিং হাসপাতাল বা অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

Coromandel Express Accident Live Update : বালেশ্বরের দুর্ঘটনায় মৃত ২৩৮, আহত ৬০০
ট্রেনে আসা যাত্রীদের মুখে শুধুই হতাশা আর হাহাকারের ছবি। শুক্রবার রাতের ঘটনা বর্ণনা করার মতো অবস্থায় তাঁরা নেই। এক-দুটো কথা বলতে গিয়েই গলা বুজে আসছে প্রত্যেকের। অভিশপ্ত সেই দুর্ঘটনা থেকে যাঁরা প্রাণে বেঁচে ফিরে এসেছেন, তাঁদের দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বালেশ্বর করমণ্ডল এক্সপ্রেস রেল দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দক্ষিণ পূর্ব রেলের তরফে এখনও পযন্ত জানানো হয়েছে, মোট ২৩৮ জনের মৃত্যু হয়েছে ওই রেল দুর্ঘটনায়। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫০। পাশাপাশি, ওডিশার মুখ্যসচিব প্রদীপ তেজ জানিয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ৯০০ যাত্রী। সঠিক হতাহতের সংখ্যা এখনও সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না।

Coromandel Express Accident : &amp#39;আচমকাই ছিটকে পড়লাম তারপর সব অন্ধকার…&amp#39; ভয়াবহ অভিজ্ঞতা বাঁকুড়ার আশিষের
শুক্রবার রাতে বালেশ্বরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ি। দুমড়ে মুচড়ে গিয়েছে একাধিক রেলের কামরা। লাইন থেকে ছিটকে পড়েছে একাধিক রেলের বগি। রাতের একপ্রস্থ উদ্ধারকার্যের পর সকালে ভোরের আলো ফুটতেই জোরকদমে উদ্ধার কার্য শুরু করা হয়েছে। ঘটনাস্থলে যান ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
বায়ু সেনা, NDRF ঘটনাস্থলে গিয়ে প্রতিনিয়ত উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে আলো কম থাকার কারণে উদ্ধারকাজে কিছুটা সমস্যা পড়তে হয়েছিল। শনিবার ভোরের আলো ফুটতেই উদ্ধারকার্যে গতি আসে। এখনও পর্যন্ত একাধিক যাত্রীর দুর্ঘটনাগ্রস্ত রেলের কামরা ভেতরে আটকে থাকার সম্ভাবনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *