কুণাল ঘোষের টুইট করা ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে অশোক আগরওয়াল নামে এক দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকের নাম শোনা যাচ্ছে। তার সঙ্গে কথা বলেছেন আরেক রেলের আধিকারিক বলে টুইট দাবি করেছেন কুণাল। সেই অডিও ক্লিপে রেলের সিগন্যালিং এর ত্রুটির কথা দু’জনের কথোপকথনে উঠে এসেছে।
কথোপকথনের মধ্যে শোনা যাচ্ছে, ট্রেনের সিগন্যাল ছিল মেন লাইনে এবং পয়েন্ট ছিল লুপ লাইনে। কোনওরকম ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এমনকি কোনও কিছু ম্যানুপুলেট করার জন্য এরকম হয়ে থাকতে পারে বলে এক রেলের আধিকারিক জানান। অডিও ক্লিপ এক রেলের আধিকারিককে বলতে শোনা যায়, ” কুছ কাম হুয়া থা।”
এই অডিও ক্লিপ ( এর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) টুইট করে কুণাল লেখেন, ” সিগন্যাল ছিল মেন লাইনে, পয়েন্ট ছিল লুপ লাইনে। রেলের দুই কর্তার কথোপকথন। অডিওর সত্যতা যাচাই হয়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে। বড়সড় গোলমাল আছে রেলের দুর্ঘটনার পেছনে।”
এই কথোপকথনের মধ্যে বলা হয়, সিগন্যালিং এর ত্রুটি থাকার কারণেই মাল গাড়ির সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডল এক্সপ্রেসের। এরপর কয়েকটি বগির যশবন্তপুর ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা উচিত বলে জানান কুণাল ঘোষ।
সিগনাল ছিল মেনলাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে।রেলের দুই কর্তার কথোপকথন। অডিওর সত্যতা যাচাই হয়নি। বিষয়টা তদন্তসাপেক্ষ।বড়সড় গোলমাল আছে রেল দুর্ঘটনার পেছনে। pic.twitter.com/ovc5UxBlm3— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 3, 2023
প্রসঙ্গত, আজ শনিবার ঘটনাস্থলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি জানান, রেল বিভাগকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। কিছু একটা হয়েছে বলে মত তাঁর। পুরো ঘটনা বিশদে তদন্ত করে দেখা উচিত বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রীকে রেল মন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলতে শোনা যায়, ” রেলে একটা সমন্বয়ের অভাব রয়েছে বলে মনে হচ্ছে। রেল বিভাগকে আরও গুরুত্ব দিতে হবে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন অ্যান্টি-কলিশন ডিভাইস চালু করেছিলাম, যার সাহায্যে একই ট্র্যাকে চলাচলকারী বিভিন্ন ট্রেনগুলি নির্দিষ্ট দূরত্বে থেমে যেত।” তবে সিগন্যালিং এর ত্রুটি ছিল বলে জানিয়েছেন রেল মন্ত্রক। ত্রুটির কারণেই এই বড়সড় দুর্ঘটনা ঘটল বলে জানানো হয়েছে।