Odisha Train Accident : ধান রোয়ার কাজ সেরে বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনার কবলে! জখম পোলবার ৩ মহিলা – odisha train accident 3 women injured who went tamil nadu for paddy plowing work


Balasore Train Accident : তামিলনাড়ুর রাজ্যের বিভিন্ন গ্রামে ধান রোয়ার কাজে গিয়েছিলেন হুগলি পোলবা গোটু গ্রামের নয় জন মহিলা। যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তাদের মধ্যে তিনজন। বালেশ্বরের কাছে দুর্ঘটনায় আহত হন তিনজনই। দুর্ঘটনার পর বালেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনজন। গতকাল বালেশ্বর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন। শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, ব্যাঙ্গালোর হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ি। ১২৮৬৪ ডাউন যশবন্তপুর এক্সপ্রেসে ছিলেন পোলবা সুগন্ধা পঞ্চায়েতের গোটু চারাবাগানের তিনজন।

Train Accident: শুধু করমণ্ডল নয়, বালেশ্বরে লাইনচ্যুত যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস
ফুলমনি টুডু, মুকুলি টুডু ও লক্ষ্মী মূর্মু। এক মাস আগে এক ঠিকাদার মারফত সুগন্ধা এলাকা থেকে ৯ জন মহিলা ধান রোয়ার কাজে তামিলনাড়ু গিয়েছিলেন। গতকাল কাটপাডি জংশন থেকে যশবন্তপুর এক্সপ্রেসে ওঠেন ওই তিনজন। দুর্ঘটনার পর মুকুলি ফোন করে তার স্বামী বিনয়কে এই বিষয়ে খবর দেন। তারপর আর কথা হয়নি।

Coromandel Express Accident : ট্রেন কখন ছাড়বে? করমণ্ডল দুর্ঘটনার পর হাওড়ায় যাত্রীদের থিকথিকে ভিড়
আজ সকালে আবার ফোনে কথা হয়। জানা যায়, ওডিশার হাসপাতালে চিকিৎসা হয়েছে তাদের। স্থানীয় প্রশাসন মেদিনীপুরে নিয়ে আসবে। সেখান থেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে তাঁদের। তবে যতক্ষণ বাড়ি ফিরে আসছে ততক্ষণ উৎকণ্ঠায় রয়েছে পরিবার থেকে গ্রামবাসীরা।

Odisha Train Accident : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কেঁপে উঠছে বাংলাদেশিরা, ‘এই ট্রেনেই তো ডাক্তার দেখাতে যাচ্ছিল…’
এই বিষয়ে গ্রামবাসী মৌসুমী টুডু কালিপদ টুডুরা জানান, “একমাস আগে কাজের সূত্রে তামিলনাড়ু গিয়েছিলেন এলাকার বেশ কয়েকজন। তাদের মধ্যে তিনজন গতকাল বাড়ি ফিরছিলেন। হঠাৎই জানতে পারি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। জানতে পেরে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না।

Purba Bardhaman : ‘লাশের সারির উপর দিয়ে বেরোলাম…’, রুদ্ধগলায় ভয়াবহ অভিজ্ঞতা ভাগ বর্ধমানের ৪ যাত্রীর
পরে বৌমা মুকুলি ফোন করে জানায় যে দুর্ঘটনা ঘটেছে। আঘাত লেগেছে তবে বেঁচে আছে বলে জানিয়েছে। যতক্ষণ না তাদের দেখতে পাচ্ছি মনে শান্তি হচ্ছে না”। এদিকে, রেল জানিয়েছে, যে গতিতে ছিল করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনই দুটি, তাতে মুখোমুখি ধাক্কা লাগলে কখনও একটি ট্রেনের উপর আরেকটি ট্রেন উঠে যেত না।

Balasore Train Accident : এখন‌ও মৃত্যুর খবর নেই, আহত একাধিক! বালেশ্বরে নিখোঁজ বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ
এরপর রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন, তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তের পরই বুঝতে পারা যায়, কোনও ট্রেনের মুখোমুখি ধাক্কা লাগেনি। ধাক্কা লেগেছে পাশাপাশি। আর যেহেতু তিনটি ট্রেন একসঙ্গে এই দুর্ঘটনায় জড়িয়ে যায়, তাই দুর্ঘটনার অভিঘাত হয়েছে মারাত্মক। যার আতঙ্ক থেকে এখনও বেরোতে পারছেন না প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *