Purba Bardhaman : ‘লাশের সারির উপর দিয়ে বেরোলাম…’, রুদ্ধগলায় ভয়াবহ অভিজ্ঞতা ভাগ বর্ধমানের ৪ যাত্রীর – wounded passengers of purba bardhaman shares their terrible experience of coromandel express accident


প্রথমে ট্রেনটি তিনবার ঝাঁকুনি দিল। এরপর লাইন থেকে হিঁচড়ে নিয়ে চলে গেল অনেকটা দূর। আমাদের কামরার উপর আরেকটি কামরা উঠে গিয়েছিল। আমরা নিচে আটকে পড়েছিলাম। তলায় সামান্য একটু ফাঁকা ছিল। সেটা দিয়ে কোনওরকমে বার হলাম। এরপর ভেতরে হাত-পা ধরে কয়েকজনকে টেনে বের করলাম – বীভৎস অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা শেখ শোয়েব।

Howrah Station : আহতদের নিয়ে হাওড়ায় এসে পৌঁছল উদ্ধারকারী ট্রেন, প্রস্তুত মেডিক্যাল টিম
সামনে থেকে দেখেছেন বিভীষিকাময় রাতের দৃশ্য। চারজন সঙ্গীকে নিয়ে কেরালায় রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছিলেন তাঁরা। শেখ শোয়েব জানান, সাঁতরাগাছি থেকে এদিন তাঁরা ট্রেনে চাপেন। বালেশ্বর পার হওয়ার পরেই ট্রেনটি দুর্ঘটনার সম্মুখীন হয়। শেখ শোয়েব চাপা পড়া বগির ভিতর থেকে বেরিয়ে তাঁর সঙ্গীদের টেনে বের করেন। এরপর ওডিশার চার-পাঁচজন বাসিনদাকে বের করেন।

Coromandel Express Accident Live Update : বালেশ্বরের দুর্ঘটনায় মৃত ২৩৮, আহত ৬০০

আশেপাশে কুড়িয়ে বাড়িয়ে জলের বোতল যা পাওয়া যায়, সেটা সবাই মিলে ভাগ করে নেওয়া হয়। তিনি জানান, ট্রেনের ক্যান্টিনের কয়েকটি ছেলে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। সারি সারি মৃতদেহের উপর দিয়ে টপকে বাইরে নিরাপদ স্থানে বেরিয়ে আসেন তাঁরা। এরপর চারজন মিলে বালেশ্বর থেকে বাস ধরে বাড়ি ফেরেন তাঁরা।
পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত একাধিক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত জেলায় মারাত্মক ভাবে জখম ১০ জন। খোঁজ পাওয়া যাচ্ছে না অন্তত ৫ জনের। আহতের সংখ্যা অন্তত ৫০ জন। কেরালায় কাজে যাওয়ার পথে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবলে ভাতারের বামশোড় ও কালুত্তক ও মঙ্গলকোটের ধারসোনা গ্রামের প্রায় ১৩ জন জন।

Coromandel Express Accident : &amp#39;আচমকাই ছিটকে পড়লাম তারপর সব অন্ধকার…&amp#39; ভয়াবহ অভিজ্ঞতা বাঁকুড়ার আশিষের
কেনও রকমের রক্তাক্ত দেহের উপর পা দিয়ে ফিরে এসেছেন গ্রামে। এখন ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের এস ১ ও এস ২ কামরায় ছিলেন এরা প্রত্যেকেই। কেরালায় রাজমিস্ত্রীর কাজে যাচ্ছিলেন এরা। কাজে যাওয়া তো হল না। বরং কোনোরকমে প্রাণ হাতে করে বাড়ি ফিরলেন তাঁরা। বাড়ি ফিরতে পরিবারের লোকেদের মধ্যে স্বস্তি ফেরে।

Coromandel Express Passenger: করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীর ভয়াবহ অভিজ্ঞতা

শুক্রবার রাতে বালেশ্বরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। এখনও পর্যন্ত উদ্ধারকার্য চলছে। মৃতের সংখ্যা লাফিয়ায়ে বাড়ছে প্রতিনিয়ত। আড়াইশো পার করে গিয়েছে মৃতের সংখ্যা। বায়ু সেনা, NDRF, রেল পুলিশ মিলে উদ্ধারকার্য চালিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে যান ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *