Kolkata Weather : পারদ ৪০ ছুঁইছুঁই, পুড়ছে কলকাতা! বৃষ্টি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের – temperature in kolkata rises rainfall may occur next week


ক্যালকাটা ভেরি হট! গরমে সেদ্ধ হচ্ছে শহর। পুড়ছে গোটা বাংলাই। তার মধ্যে তীর্থের কাকের মতো একফোঁটা বৃষ্টির অপেক্ষায় শহরবাসী। কিন্তু, মোটেই স্বস্তির খবর শোনাল না আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই মহানগরে। বরং বাড়বে তাপমাত্রা। তবে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Weather Update: আবহাওয়ার ‘মেজাজ গরম’-এ অতিষ্ঠ সাধারণ মানুষ, আজই ৪ জেলায় স্বস্তির বৃষ্টি!
কলকাতায় অস্বস্তিকর গরম অব্যাহত। তাপমাত্রার পারদ প্রায় ৪০ ছুঁইছুঁই। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৭ শতাংশের মধ্যে থাকবে।
Weather Forecast : কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, কবে স্বস্তির বৃষ্টি?বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের আপডেটকলকাতা শহরে বৃষ্টি কবে নামবে? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবারই বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। দোসর হবে বজ্রপাত। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

৬ জুন থেকে কলকাতার আকাশ হবে মেঘলা। অস্বস্তিকর গরম বজায় থাকলেও বিকেলের দিকে বৃষ্টি নামবে। ৭ জুনও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায়। ৮ জুন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে শহরে। তবে দিনের বেলা অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ না নামায় নাজেহাল গরমের শিকার হবে মহানগরবাসী।

Weather Forecast : বাড়ছে তাপমাত্রা, বঙ্গে ফের গুমোট গরম! রাজ্যে বর্ষা কবে?
রবিবারই কেরালায় বর্ষা প্রবেশ করার কথা। দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি রয়েছে। সে ক্ষেত্রে এর জেরে বর্ষা বাধাপ্রাপ্ত হবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। যদিও এ রাজ্যে কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে এখনও কিছু পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে, জুন মাসে তিন তিনটি ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বঙ্গোপসাগর এবং আরব সাগরে অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে তৈরি হতে পারে তিনটি ঘূর্ণিঝড়। ভারত ও ইউরোপের আবহাওয়া সংস্থা এই বিষয়ে আগাম সতর্ক করেছে। নিম্নচাপের পরিবেশ তৈরি হতে পারে। এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। প্রথম যে সাইক্লোনটি তৈরি হবে তার নাম বিপর্যয়। এই নামটি দিয়েছে বাংলাদেশ। এরপরের সাইক্লোনটির নাম হবে তেজ। তা দিয়েছে ভারত এবং তিন নম্বর সাইক্লোনটির নাম হবে হামুন যা দিয়েছে ইরান। তবে এগুলির গতিবেগ কত হবে এবং কোথায় আছড়ে পড়বে তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *