মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যের কোষাগার থেকে মৃতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা, গুরুতর আহতদের জন্য ১ লাখ টাকা আর্থিক সাহায্যের সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার খরচও বহন করবে রাজ্য। একইসঙ্গে আগামী তিন মাস তাদের ২ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”চোট না সারলে কেউ কাজে যাবেন কী করে। আগামী তিনমাস তাদের ২ হাজার টাকা করে দেবে সরকার। এছাড়া চাল, ডাল সহ রিলিফ কিটও দেওয়া হবে। অল্প আহতদেরও ২৫ হাজার টাকা করে দেবে সরকার।”
শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এমন অনেকে যাদের হয়তো তেমন আঘাত লাগেনি। কিন্তু, মৃত্যুমুখ থেকে ফিরে আসায় তারা ট্রমায় আছেন। তাদেরকেও ১০ হাজার টাকা করে দেবে সরকার। শুধু তাই নয়, আগামী তিন মাস তাদের আরও ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তাদেরও চাল-ডালের রিলিফ কিট দেওয়া হবে।”
আরও তথ্যের জন্যে রিফ্রেশ করুন…