Mamata Banerjee Balasore Train Accident: বেঁচে ফিরেও যাঁরা ট্রমায় ১০ হাজার টাকা সাহায্য, পাশে থাকবে সরকার: মমতা – mamata banerjee announces relief package for balasore train accident victim


শুক্রের সন্ধ্যায় ওডিশার বালাশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে শতাব্দীর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একসঙ্গে দুর্ঘটনাগ্রস্থ একটি মালগাড়ি ও দুটি প্যাসেঞ্জার ট্রেন। শালিমার চেন্নাই করমণ্ডল ও হাওড়ামুখী যশবন্তপুর-হাওড়া লোকালে ছিলেন সিংহভাগ বাংলার মানুষ। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্চ্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় দুঃখ প্রকাশ করে বঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়ার ঘটনা জানান। একইসঙ্গে তিনি জানান সমস্ত ক্ষতিগ্রস্থ যাত্রী ও তাদের পরিবারের পাশে আছে রাজ্য সরকার।

Mamata Banerjee: মৃতদের মধ্যে রাজ্যের ৬২ জনকে চিহ্নিত করা গিয়েছে, ১৮২ জনকে এখনও শনাক্ত করা যায়নি: মমতা
মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যের কোষাগার থেকে মৃতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা, গুরুতর আহতদের জন্য ১ লাখ টাকা আর্থিক সাহায্যের সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার খরচও বহন করবে রাজ্য। একইসঙ্গে আগামী তিন মাস তাদের ২ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”চোট না সারলে কেউ কাজে যাবেন কী করে। আগামী তিনমাস তাদের ২ হাজার টাকা করে দেবে সরকার। এছাড়া চাল, ডাল সহ রিলিফ কিটও দেওয়া হবে। অল্প আহতদেরও ২৫ হাজার টাকা করে দেবে সরকার।”

Odisha Train Accident: ‘চোখ বুজলেই লাশের পর লাশ…’, দুর্ঘটনার ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না সরডিহার ১১ জন

শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এমন অনেকে যাদের হয়তো তেমন আঘাত লাগেনি। কিন্তু, মৃত্যুমুখ থেকে ফিরে আসায় তারা ট্রমায় আছেন। তাদেরকেও ১০ হাজার টাকা করে দেবে সরকার। শুধু তাই নয়, আগামী তিন মাস তাদের আরও ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তাদেরও চাল-ডালের রিলিফ কিট দেওয়া হবে।”

আরও তথ্যের জন্যে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *