Mamata Banerjee Train Accident: ‘ডাল মে কুছ কালা হ্যায়’, বিজেপিকে তোপ দেগেও করমণ্ডল বিপর্যয়ে রেলমন্ত্রীর পদত্যাগ নিয়ে ‘চুপ’ মমতা – mamata banerjee attacks bjp government on odisha train accident but chose to remain silence on rail minister resignation


করমণ্ডল দুর্ঘটনা নিয়ে ফের কেন্দ্র ও মমতা বন্দ্যোপাধ্যায় তরজা তুঙ্গে। প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টি কলিশন ডিভাইস তত্ত্ব খারিজ রেলমন্ত্রীর। অন্যদিকে, বিরোধীদের একাংশ চাইছেন রেলমন্ত্রী অশ্বিনী বিষ্ণোইয়ের পদত্যাগ। কেন্দ্রকে তোপ দাগলেও রেলমন্ত্রীর পদত্যাগের প্রশ্নে নীরব মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো ও প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, রেলমন্ত্রী পদত্যাগের ব্যাপারে তিনি সাইলেন্ট থাকবেন। তবে তিনি সত্যিটা জানতে চান।

কালীঘাট থেকে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের BJP সরকারের উদ্দেশে তোপ দেগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”কেন্দ্র কথা বলে বেশি, কাজ করে কম। আমরা তো উদ্ধার কাজের কথা ভাবছি আর ওরা মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। পদত্যাগ নিয়ে কিছু বলব না। সে তো জনতা বলবে। আমি চাই দুর্ঘটনার পিছনের আসল কারণ। সত্যিটা বেরিয়ে আসুক। আগামীতে তো জীবন বাঁচবে। এভাবে তদন্ত হয় না। রেলের সেফটি কমিটি আছে তারা বিষয়টা দেখে। তিন মাস সময় লাগে পুরো তদন্ত শেষ হতে। মৃতের সংখ্যা না কমানো হোক। সত্যিটা বাইরে আনা হোক। সত্যি তো আবার ওদের যেন কামড়ায়। ”

Balasore Train Accident : ‘আমার সময়ের অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না’, চাঞ্চল্যকর অভিযোগ মমতার

এছাড়াও রেল মন্ত্রককে নিয়ে একাধিক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এই স্পর্শকাতর সময়ে দাঁড়িয়ে এমন রাজনীতি নিয়ে ধিক্কার জানান তিনি। প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”রেলের পরিকাঠামো, চরিত্রটাকেই এরা নষ্ট করে দিয়েছে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম সমস্ত কিছু করে দিয়ে এসেছিলাম অ্যান্টি কলিশন ডিভাইস থেকে আনম্যানড সিগন্যালগুলিকে ঠিক করা। দুরন্ত এক্সপ্রেসও আমার চালু করা আজ তাঁর কী অবস্থা করেছে। অ্যান্টি কলিশন কেন করেছিলাম ট্রেন অটোমেটিক দাঁড়িয়ে যাবে। চালক ঘুমিয়ে পড়লেও জাগিয়ে দেবে। আজ সেসব কিছুই নেই। রেলকে পুরো সাজিয়ে দেওয়ার পরও কেউ দায়িত্ব নেয়নি আর কেউ দেখেনি। আজ এই হাল।”

Ashwini Vaishnaw Mamata Banerjee : রেল দুর্ঘটনার দায় কার? ‘করমণ্ডল বিপর্যয়’ নিয়ে প্রাক্তন-বর্তমানের তাল ঠোকাঠুকি, দেখুন ভিডিয়ো

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী বলেন, ”আমি না থাকলে দিল্লি মেট্রোও হত না। তখন মুখ্যমন্ত্রী ছিলেন শীলাদি, শীলা দীক্ষিত। ওদের নিজেদের মধ্যে সমস্যা ছিল। আর অ্যান্টি কলিশন নিয়ে তো কাল রেলমন্ত্রীর সামনেই বলেছি। তখন কেন মুখ খুলবেন না।”

Mamata Banerjee Balasore Train Accident: বেঁচে ফিরেও যাঁরা ট্রমায় তাদের ১০ হাজার টাকা, পরের তিন মাসও অর্থ সাহায্য: মমতা

বিজেপি সরকারের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে বলেন, ”ওদের বলুন কালো কাপড়ে মুখে ঢেকে ঘরে থাকতে। এত বড় ঘটনার পরও আমার আমলে কত লোক মরেছে, নীতীশের আমলে কত লোক মরেছে, লালু প্রসাদের সময়ে কত ট্রেন দুর্ঘটনা এই তত্ত্ব টানছে। আমার সময়ে রেলের হাল কী ছিল! এবার তো মনে হচ্ছে ব্রিটিশ আমলের দুর্ঘটনাকেও টানবে। জানেন, এসবের মধ্যেও কাল আমি যখন ওখানে ছিলাম তখন ওই পরিস্থিতিতেও বিজেপির দলীয় স্লোগান দিচ্ছে কয়েকজন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *