Odisha Train Accident: অভাবের সংসারে লক্ষ্মীর খোঁজে সন্তান ফেলে ভিনরাজ্যে, দেড় মাস পর বাড়ি ফেরার পথেই সর্বনাশ! – malda resident couple faced train accident at balasore as they were returning from bengaluru


অভাবের তাড়নায় রুজি রুটির টানে মালদহ থেকে ভিন রাজ্যে কাজে গিয়েছিল পুরনো মালদার স্বামী-স্ত্রী। প্রায় দেড় মাস পর বেঙ্গালুরু থেকে কাজ সেরে চেন্নাই স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার পথে গত শুক্রবার সন্ধ্যায় ওডিশা বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কবলে পড়ে স্বামী-স্ত্রী। এতে গুরুতরভাবে দুজনেই জখম হয়ে বর্তমানে ওডিশা সারোলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বাড়িতে খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। পাশাপাশি পরিবারের বড় ছেলে তাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য বালেশ্বরের উদ্দেশ্যে শনিবারই রওনা দেয় । এদিকে ঘরের ছেলে ও বউ দুর্ঘটনার কবলে পড়ায় দুশ্চিন্তা গ্রাস করছে পরিবারের সকলকে। ঘরের ছেলে ও বউ সুস্থ স্বাভাবিক বাড়ি ফেরার আশায় তাকিয়ে বাবা-মা ও আত্মীয় পরিজনের।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভাবের সংসারের জন্য ভিন রাজ্যে স্বামী স্ত্রী মিলে কাজে পাড়ি দিয়েছিল। তবে আকস্মিক ভাবে এই দুর্ঘটনা মেনে নিতে পারছেন না বাড়ির কেউ। জানা গিয়েছে, আহতদের নাম পরিতোষ মন্ডল (৩৩) এবং সেবিকা মন্ডল (২৫) এরা দুজনেই স্বামী স্ত্রী। বাড়ি মালদহের পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলের খুনিবাথান বলরামপুর এলাকায়। তবে বাড়িতে রয়েছে দুই সন্তান ৮ বছরের মেয়ে এবং ৭ বছরের ছেলে। পাশাপাশি বাবা-মা এবং দাদা বৌদি।

Odisha Train Accident : জেলায় জেলায় আসছে মৃত্যু সংবাদ, এখনও নিখোঁজ বহু! উত্তর-দক্ষিণ একচিত্র

পরিবারের তরফে জানানো হয়েছে, দুই সন্তানকে বাড়িতে রেখে গত দেড় মাস আগে বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে যায়। তবে বাড়ি ফেরার পথে ফোনে কথা হয়েছিল কিন্তু ওডিশা বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে গুরুত্ব ভাবে দুজনেই যখন হয়েছে তাদেরকে বাড়ি ফিরিয়ে আনার জন্য মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করে লোক পাঠানো হয়েছে।

Howrah Station : ‘তীব্র শব্দ, আলোর ঝলকানি…বাকিটা দুঃস্বপ্ন!’ হাওড়ায় পৌঁছে ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন যাত্রীরা

এদিকে জেলা প্রশাসন তথ্য অনুযায়ী, ইতিমধ্যে মালদা জেলার মোট ২৫ জন যাত্রী ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। তার মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে, ৩ জন বাড়ি ফিরে এসেছে, ২ জন নিখোঁজ রয়েছে এবং বাকি ১৯ জন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। তারমধ্যে পুরাতন মালদার এই দুইজন স্বামী-স্ত্রী রয়েছে। তবে যাত্রী সংখ্যা পরে আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে এবং মালদা টাউন স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে।

Coromandel Express Derailment : কাজের জন্য চেন্নাই পাড়ি, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গেল মালদার যুবকের

এদিকে আজ সকালে হাওড়া থেকে স্পেশাল ট্রেন আপ পাহাড়িয়া এক্সপ্রেসের বিশেষ কোচে উত্তরবঙ্গের আহতদের নিয়ে যাওয়া হয় রবিবার সকালে যখন আপ পাহাড়িয়া এক্সপ্রেস মালদা টাউন স্টেশন ঢুকে তখন বিহারের কিশান্গঞ্জের এক যুবক শবনম রেজা ভয়াবহ ট্রেন দুর্ঘটনার অভিজ্ঞতা জানান। সে হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস করে ভদ্রেশ্বর থেকে হাওড়া আসছিল তখনই সে দুর্ঘটনার কবলে পড়ে।করমন্ডল এক্সপ্রেস শুধু নয়, গতকালের ট্রেন দুর্ঘটনায় তছনছ যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসও। এই দুটি ট্রেন মালদার জেলার ২৫ জন আহত হয়েছেন। একজন মৃত। দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মালদার যারা আহত রয়েছেন তাদের অনেককে মেদিনীপুর মেডিকেল কলেজ আবার ওডিশাতে চিকিৎসাধীন রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *