Uttar 24 Pargana : পুলিশের সামনেই CPIM কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের! ধুন্ধুমার কাণ্ড বিশরপাড়ায় – cpim and tmc clash in bisharpara 6 no railgate area


Uttar 24 Pargana : পুলিশের সামনেই রীতিমতো CPIM কর্মী সমর্থকদের উপর হামলা, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে বেঁধে গেল ধুন্ধুমার কাণ্ড। CPIM-এর সভাকে কেন্দ্র করে এই পরিস্থিতির তৈরি হয়। যদিও এই সভার কোনও অনুমতি ছিল না পুলিশ প্রশাসনের কাছে, এমনটাই জানা গিয়েছে।

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিশরপাড়া ৬নং রেলগেট সংলগ্ন এলাকায়। CPIM-এর অভিযোগ, বিরাটি পূর্ব আঞ্চলিক কমিটির উদ্যোগে বিশরপাড়ায় একটা পথ সভার প্রস্তুতি শুরু হয়েছিল। মঞ্চ বাঁধা সম্পুর্ন, লোকজন আসতে শুরু করেছে।

TMC Vs CPIM : দলীয় পতাকা লাগানোর সময় আক্রান্ত CPIM কর্মীরা, অভিযোগের তির তৃণমূলের দিকে!
অভিযোগ, ঠিক সেই সময় উত্তর দমদম পুরসভার তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর দেবাশিস ঘোষ এবং পিংকু কুমার ভৌমিকের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করে, ব্যাপক মারধর করে CPIM কর্মী সমর্থকদের। CPIM-এর তিন জন কর্মী গুরুতর ভাবে জখম হন। রীতিমতো রক্তারক্তি অবস্থা হয়ে যায়।

কারও মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়, আবার CPIM মহিলা কর্মীদের মাথায় হাতের আঙুল মুচরিয়ে দেওয়ায় হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলেও অভিযোগ উঠেছে। পালটা অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও।

Red Volunteers : বালেশ্বরে রেল দুর্ঘটনার জেরে রক্ত সংকট! সাহায্যে ঝাঁপাল রেড ভলান্টিয়ার্স
উত্তর দমদম পুরসভার পুর পারিষদ সদস্য দেবাশিষ ঘোষ জানান, “দলের নির্ধারিত কর্মসূচি হিসেবে আজ বড় ফিঙা থেকে আমরা কজন মাঠ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষের বিরাট প্রতিবাদী পদযাত্রা করে ফিরছিলাম। তখন বিশরপাড়া ৬নং রেলগেটে স্হানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে CPIM-এর নেতাদের বিনা অনুমতিতে পথসভা নিয়ে উত্তেজনা ছড়ায়। সেখানে তৃণমূল কংগ্রেসের মহিলাদের উপর আক্রমণ করা হয়।”

অন্যদিকে CPIM বলছে আট থেকে দশজন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর জখম। তৃণমূল মহিলা কংগ্রেসের দুই কর্মীও আক্রান্ত। পুলিশ প্রশাসনকে বিষরটি জানানো হয়েছে।

TMC Clash : বাইকের সামনে পটকা ফাটানো ঘিরে বচসা গড়াল হাতাহাতিতে! ডোমকলে TMC-র গোষ্ঠীদ্বন্দ্বে জখম ৬
CPIM-এর রাজ্য কমিটির সদস্য পলাশ দাস জানান, “তৃণমূলের এত দুর্নীতি মামলায় জেরবার অবস্থা। ওরা দিশেহারা হয়ে পড়েছে। মরিয়া হয়ে উঠেছে কি করবে বুঝে উঠতে পারছে না। পশ্চিমবাংলায় CPIM-কে মিটিং মিছিল করতে দেবে না। চরম আধিপত্য প্রতিষ্ঠা করবে। বিপদে পড়েছে। বুদ্ধিনাশ হয়েছে। বারাসত হাসপাতালে CPIM-এর ৯ জন ভর্তি। বিশরপাড়ার তিন জন কর্মী গুরুতর ভাবে জখম হয়েছেন। পুলিশ দলদাসে পরিনত হয়েছে। জনগনকে নিয়ে প্রতিরোধ আন্দোলন মিছিল হবে রবিবার এই জায়গা থেকেই।”

গোটা ঘটনার অভিযোগ ও পালটা অভিযোগ করা হয়েছে এয়াপোর্ট থানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *