জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধ হল গ্রহদের মধ্যে রাজকুমারের স্থলাভিষিক্ত। এহেন বুধ তার বর্তমান রাশি মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে ৭ জুন। ২৪ জুন পর্যন্ত সে বৃষ রাশিতেই থাকবে।
৭ জুন সন্ধে ৭টা ৪৪ মিনিটে বুধ বৃষ রাশিতে প্রবেশ করছে। ২৪ জুন বুধ বৃষ রাশি পরিত্যাগ করে মিথুনে প্রবেশ করবে দুপুর ১২টা ৪১ মিনিটে।
আরও পড়ুন: আসছে ভদ্র রাজযোগ! চাকরিজীবীদের পক্ষে শুভ, প্রেমে-অর্থে-সাফল্যে ভরে উঠবে এঁদের জীবন…
এদিকে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে ১৫ জুন। আবার কয়েকদিন পরেই ১৭ জুন শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে। অন্য দিকে, ১৯ জুন বুধ বৃষ রাশিতে অস্তমিত হবে। ২৪ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে। এই সমস্ত বিষয়টির জেরে কিছু রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। কয়েকটি রাশির জাতকদের ভাগ্যে ঘটবেও অনেক ভালো কিছু।
মেষ
মেষ রাশির জাতক-জাতিকাদের পক্ষে এই গোচর কিছু অপ্রত্যাশিত সৌভাগ্যের সূচনা করবে। এঁরা বাক কৌশলে অন্যদের মোহিত করবেন। কঠিন পরিস্থিতিকে অনায়াসে নিজের অনুকূলে আনতে পারবেন। অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে।
বৃষ
এঁদের সামাজিক সম্মান বাড়বে। রাজনীতিকদের পক্ষে খুব ভালো সময়। যাঁরা নতুন দম্পতি তাঁদের সন্তানলাভের যোগ। প্রেমের পক্ষে ভালো।
সিংহ
এঁদের ব্যবসায়ে উন্নতির যোগ। বাবা-মায়ের স্বাস্থ্য বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। জমিজমা সংক্রান্ত সংকট কাটবে। নতুন যান কেনার যোগ রয়েছে। চাকরিপ্রাপ্তির যোগও আছে।
কুম্ভ
রিয়্যাল এস্টেট সংক্রান্ত জটিলতা কাটবে। যাঁরা গাড়ি কেনার কথা ভেবেছেন, তাঁদের স্বপ্ন সফল হবে। যে কোনও দিক থেকে সুখবর আসতে পারে। সরকারি চাকরির যোগ। কর্মবদলের পক্ষেও সময়টা শুভ হবে।