Abhishek Banerjee : যুবরাজের মৃগয়া! অভিষেকের নব জোয়ারের আগেই বিরোধীদের কটাক্ষে আরামবাগে ‘তাঁবু বিভ্রাট’ তুঙ্গে – bjp starts attacking abhishek banerjee nabo joyar campaign in arambagh


Nabo Joyar : রাজ্যের শাসকদল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন নব জোয়ার যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষদের পছন্দমতো প্রার্থী বেছে নেওয়ার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেইমতো ৬ই জুন হুগলি জেলার আরামবাগ মহকুমায় নব জোয়ার কর্মসূচি পালন করবেন তিনি। ইতিমধ্যেই আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সে তৈরি হয়ে গিয়েছে তাঁবু। এখানেই তিনি বিশেষ রাজনৈতিক অধিবেশন করবেন তৃণমুল নেতৃত্বের সঙ্গে। পাশাপাশি তিনি আরামবাগের ভালিয়াতে জনসভা করবেন ৭ ই জুন। তবে এই তাঁবু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন।

Abhishek Banerjee : অধিকারী বাড়ির ৫০০ মিটারের মধ্যেই রাত্রি যাপন! আজ শুভেন্দু গড়ে অভিষেকের নব জোয়ার
আরামবাগের এক BJP নেতা কটাক্ষ করে বলেছেন, “বহু কাল থেকেই বেড়াতে গিয়ে তাঁবুতে থাকার চল রয়েছে। প্রাচীন কালে আবার রাজা মহারাজারা মৃগয়া করতে গিয়ে তাঁবু ফেলতেন। মধ্য যুগে মোগলরা যুদ্ধ যাত্রা করতে গিয়েও তাঁবু বা শিবির করে তাতে রাত কাটাতেন। আধুনিক যুগে বেড়াতে গিয়ে অনেকে পাহাড়ের কোলে, নদীর ধারে ক্যাম্প করে থাকতে ভালোবাসেন।

Abhishek Banerjee : নন্দীগ্রামে ‘ভাইপো চোর’ দেওয়াল লিখন! অভিষেকের মিছিল শুরুর আগে শোরগোল
এগুলি প্যাকেজ ট্যুরের অন্তর্গত। আবার সার্কাসেরও তাঁবু পড়ে। তবে এবার আরামবাগে দেখা যাচ্ছে সাদা সাদা তাঁবু। আর তার নিচে কার্পেট। তবে সেই তাঁবুরও আবার শ্রেণিবিভেদ রয়েছে। কিছু আবার ভিভিআইপি তাঁবু। সেই তাঁবু একেবারে চরম বিলাসবহুল”। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি একেবারে নজরকাড়া কর্মসূচি।

Abhishek Banerjee on Suvendu Adhikari : ‘আর ১ বছর…ইডি, সিবিআই গদ্দারকে গ্রেফতার করবে…’, নন্দীগ্রামে বিস্ফোরক অভিষেক
বিরোধীরা এই কর্মসূচিকে ‘যুবরাজের মৃগয়া’ বলে কটাক্ষ করেছেন। এই বিষয়ে গোঘাটের BJP বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, “তৃণমূলে নব জোয়ার আরামবাগের ক্ষেত্রে ভাঁটা। কারন আরামবাগের মানুষ আগেই তৃণমূলকে প্রত্যাখান করেছেন। একজন সাংসদ মৃগয়া করার মতো রাজনৈতিক কর্মসূচি করতে আসছেন, এর মতো লজ্জার কি আছে!

Abhishek Banerjee : চণ্ডীপুরে ১০ টি অঞ্চল বাদ পড়ল ভোটগ্রহন থেকে! অভিষেকের উপস্থিতিতেই কর্মীদের ক্ষোভে বিশৃঙ্খলার অভিযোগ
জনগনের টাকা ঘুরপথে এই ভাবে খরচ হচ্ছে। বিলাসবহুল তাঁবুতে থেকে জনগণের সেবা করা যায় না”। এই ভাবেই কটাক্ষ করেছে BJP। অন্যদিকে CPIM নেতা পুর্নেন্দু চট্টোপাধ্যায় বলেন, “এটা তৃণমূলের ড্যামেজ কন্টোল কর্মসূচি। তাঁবু খাঁটিয়ে মানুষের সেবা করা যায় না”।

Abhishek Banerjee : ফের শিরোনামে নন্দীগ্রাম! শুভেন্দু গড়ে পায়ে হেঁটেই অভিষেকের নব জোয়ার
অপরদিকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি স্বপন নন্দী বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগে আসছেন। আমরা উৎসুক হয়ে আছি। জনজোয়ার থেকে জনস্রোত হবে”। যদিও তাঁবু নিয়ে বিরোধীদের কটাক্ষকে পাত্তা দিতে নারাজ তৃনমুল নেতৃত্ব।

Hooghly Trinamool Congress News : অভিষেকের সফরের আগেই গোষ্ঠী সংঘর্ষ আরামবাগে, আহত ১ তৃণমূল কর্মী
সবমিলিয়ে তৃণমুলের তাঁবু দেখার জন্য ভিড় জমেছে সকাল থেকেই। প্রান্তিক জেলার অনেকেই এই ধরনের আধুনিক তাঁবু জীবনে দেখেননি। একেবারে দুধ সাদা তাঁবু। সেই তাঁবুর মধ্যে বসে থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *