Bharatiya Janata Party : বিস্তারকের সন্ধানে পদ্ম, স্পেশাল অফার ঘোষণা – bjp special offer before of lok sabha elections


এই সময়: লোকসভা ভোটের মুখে বিজেপির স্পেশাল অফার!

বিস্তারক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করলে মিলতে পারে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ। সরাসরি না-হলেও ঠারেঠোরে এমন বার্তাই রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে পৌঁছে দেওয়া হয়েছে জেলায় জেলায়। সম্প্রতি তারাপীঠে বিস্তারকদের প্রশিক্ষণ শিবিরেও এই ইঙ্গিত দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।

ওই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষ ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন। সম্মেলনে যোগ দেন রাজ্যের ২৪ জন বিস্তারকই। তবে বাংলায় লোকসভা আসন ৪২টি।

Abhishek Banerjee : চড়কাণ্ডের সেই মাঠে ফের অভিষেক, নিরাপত্তার বজ্র আঁটুনিতে গোটা এলাকা
অন্তত লোকসভা আসন পিছু এক জন বিস্তারক প্রয়োজন এবং সেই হিসেবে এই রাজ্যে বিজেপির ১৮ জন বিস্তারকের ঘাটতি রয়েছে। সেই জন্যই নতুন বিস্তারক খুঁজে বেড়াচ্ছেন বিজেপি নেতৃত্ব।

বিস্তারক কী?

দলের নেতাদের সঙ্গে তেমন না-ঘুরে, দলীয় কর্মসূচিতে তেমন ভাবে সামনে না-এসে বিস্তারক কোনও এলাকায় বিজেপি সমর্থক এক জন সাধারণ মানুষ হিসেবে সবার সঙ্গে মিশবেন। চায়ের দোকানে আড্ডা দিয়ে, হাটে-বাজারে ঘুরে বিজেপির হয়ে কথা বলার পাশাপাশি বিস্তারক সেই এলাকার আমজনতার মনোভাব বোঝার চেষ্টা করবেন এবং সেই ব্যাপারে পার্টিকে অবগত করবেন।

Bengal BJP : বামেদেরও নিশানা করার নিদান এবার বিজেপি নেতৃত্বের
বিজেপি সূত্রের খবর, বিস্তারক পদটিকে কর্মীদের কাছে আকর্ষক করে তুলতেই তারাপীঠের ওই প্রশিক্ষণ শিবিরে ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হয়েছে, কষ্ট করলে কেষ্ট মিলবে। অর্থাৎ, লোকসভা ভোটের আগে বিস্তারক হিসেবে যাঁরা নিজের বাড়ি-ঘর ছেড়ে অন্য জেলায় গিয়ে মাথার ঘাম পায়ে ফেলবেন, ভোটের পর নিজের নিজের জেলায় তাঁরা পেতে পারেন দলের কোনও শাখা সংগঠনে গুরুত্বপূর্ণ পদ।

২০২১-এ বিধানসভা কেন্দ্র পিছু এক জন বিস্তারককে মাঠে নামিয়েছিল বিজেপি। প্রার্থী বেছে নেওয়ার সময়েও বিস্তারকদের মতামত নেওয়া হয় গোটা দেশেই। কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটের ক্ষেত্রে এ রাজ্যে বিস্তারকদের অভিজ্ঞতা বিশেষ সুখকর হয়নি বলেই গেরুয়া শিবিরের অন্দরের খবর। দিন-রাত পরিশ্রম করে বিস্তারকদের অনেকে নিজেদের দায়িত্ব পালন করলেও ভোটের পর তাঁদের অধিকাংশকেই দল মনে রাখেনি, এমনটা অভিযোগ।

Bharatiya Janata Party : ১৬ দুর্গের হাল দেখতে বঙ্গে শাহ-সেনাপতিরা
লোকসভা নির্বাচনের আর এক বছরও দেরি নেই। এখন তাই ফের বিস্তারকের খোঁজ শুরু হয়েছে গেরুয়া শিবিরে। প্রাথমিক ভাবে বিজেপি রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রতিটিতে অন্তত এক জন বিস্তারক নিয়োগ করতে চাইছে। পরে সম্ভব হলে ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিস্তারক রাখতে চায় বিজেপি।

কিন্তু এখনও পর্যন্ত মাত্র ২৪ জন বিস্তারকের সন্ধান পাওয়া গিয়েছে। তাঁদের নিয়েই তারাপীঠে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলেন সুকান্তরা। সূত্রের খবর, সেখানেই বিস্তারকদের উৎসাহ দিতে অতীতের কিছু ঘটনা তুলে ধরা হয়। প্রাক্তন বিস্তারকরা বর্তমানে বিভিন্ন জেলায় দলের এবং শাখা সংগঠনগুলির কোন কোন গুরুত্বপূর্ণ পদে আছেন, তার ফিরিস্তিও দেওয়া হয় ওই বৈঠকে।

Modi Shah Nadda : বঙ্গে জুনেই হয়তো মোদী, শাহ-নাড্ডাও
বিজেপির কোনও নেতা এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। দলের এক পদাধিকারীর কথায়, “যে বিস্তারকরা লোকসভা ভোটের আগে ভালো কাজ করবেন, দল তাঁদের এ বার সম্মান দেবে। ভোট শেষে তাঁর অভিজ্ঞতাকে মর্যাদা দেওয়া হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *