Binnaguri Army Camp : আগুনের গোলার ঝাঁপ থেকে বুকে বরফ ভাঙা! জলপাইগুড়িতে তাক লাগানো প্রদর্শনী সেনার – punjab battalion of indian army exhibition at binnaguri army camp


জ্বলন্ত আগুনের গোলার মধ্যে দিয়ে কেউ ঝাঁপ দিচ্ছেন। কারও বুকের উপর নারকেল বা বরফের চাঁই রাখার পর হাতুড়ি দিয়ে এক নিমেষে ফাটিয়ে দেওয়া হচ্ছে। বীর বিক্রমে এরকম একাধিক কসরত করে দেখাচ্ছেন তাঁরা। তাঁরা দেশের পরাক্রমশালী বীর জওয়ান।

Jalpaiguri Weather : স্বস্তির ঝড়-বৃষ্টিই ডেকে আনল বিপদ! ময়নাগুড়িতে মাঠে কাজে গিয়ে বাজ পড়ে মৃত কৃষক
সেনাবাহিনীর ২৩ পাঞ্জাব লংগেয়ালা ব্যাটালিয়ানের জওয়ানদের এমন কর্মকাণ্ডে হতবাক সবাই। জওয়ান ইন্দ্রজিৎ সিং জানান, শিখ মার্শাল আর্ট আমরা করে থাকি। ১৪ জন রয়েছি আমরা। আমরা যা করি তা আত্মরক্ষার জন্যই করে থাকি। আমরা মাথা নারকেল রেখে ভাঙি, ইট ভাঙি। লোহার মোটা পেরেকের ওপর শুয়ে পেটের ওপর বরফ রেখে ফাটানো হয়েছে। শরীরের ওপর বাইক চালাই। একাধিক কসরত করতে হয় জওয়ানদের।

Jalpaiguri News : বাড়ির মাটি খুঁড়তেই বেরিয়ে এল নিখোঁজ মহিলার দেহ! রোমহর্ষক ঘটনা জলপাইগুড়িতে
বিন্নাগুড়ি সেনাছাউনিতে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনীর জওয়ানদের কুচকাওয়াজ প্রদর্শিত হত। সেখানে প্রাক্তম সেনা কর্মী ও সেনা আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ২৩ পাঞ্জাব লংগেয়ালা ব্যাটালিয়ানের জওয়ানরা একাধিক কসরত করে দেখান। তাঁদের কসরত চাক্ষুষ করতে পেরে হতবাক সাধারণ মানুষ।

West Bengal Trending News : চুরি করতে এসে খিদেয় পেট চুঁইচুঁই! চোরকে থালা সাজিয়ে জামাই আদর গৃহকর্ত্রীর

মূলত, প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতার দিবস চলাকালীন বিভিন্ন জায়গায় সেনা জওয়ানদের একাধিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এর পাশাপাশি, বছরের অন্যান্য সময়েও বিভিন্ন জায়গায় কসরত প্রদর্শনী না অস্ত্র প্রদর্শনী হয়ে থাকে। সেরকমই সেনাবাহিনীর ২৩ পাঞ্জাব লংগেয়ালা ব্যাটালিয়ানের জওওয়ানদের বিন্নাগুড়ি সেনা ছাউনিতে।
রবিবার সেনা প্রদর্শনী ও উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশেপাশের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার অবসরপ্রাপ্ত সেনাকর্মী, বীর নারী ও তাঁদের পরিবারের সদস্যরা এই সমাবেশে এসে যোগদান করেছিলেন। প্রাক্তন সৈনিক সম্মেলন ও অনুষ্ঠানে এ বছর উপস্থিত ছিলেন একাধিক জেলা থেকে আসা প্রায় ১২০০ জন প্রতিনিধি। প্রদর্শনীর পাশাপশি বেশ কিছু উপহার তুলে দেওয়া হয় বিভিন্ন সেনা জওয়ানদের পরিবারের হাতে।

Diwali 2022 : ‘সীমান্তে আমরা আছি, দীপাবলি নিরাপদে কাটান’, ভারতীয় সেনার Wish

সেনা বাহিনীর বিভিন্ন কৌশল প্রদর্শনীর পাশাপাশি একাধিক জায়গায় অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে। গত জানুয়ারি মাসেই ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস দ্বারা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
ইনসাস, একে ৪৭, গ্রেনেড লঞ্চার থেকে শুরু করে ড্রাগোনাভ সহ আরও অত্যাধুনিক অস্ত্র কী ছিল না সেখানে। ভারতীয় সেনাবাহিনীর সংস্কৃতি, নীতি এবং যুদ্ধের প্রোফাইল সম্পর্কে যুবক সমাজ এবং শিশুদের উজ্জীবিত করতেই এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানা হয় সেনার তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *