BJP West Bengal : চার মাসে হাজার সভা, বঙ্গ বিজেপিকে রিমাইন্ডার – thousands of meetings in four months central reminder to west bengal bjp


এই সময়: চার মাসে এক হাজার জনসভা করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বর কাছ থেকে এই নির্দেশ পেয়ে বঙ্গ-বিজেপি নেতারা ভেবেছিলেন, এমন তো কতই কর্মসূচি দিল্লি থেকে পাঠানো হয়। সব কি অক্ষরে অক্ষরে পালন করা হয়। তবে রাজ্য বিজেপির সেই ভুল ভেঙেছে।

কারণ, দু’দিন আগেই এ বিষয়ে দিল্লি থেকে ‘রিমাইন্ডার’ দেওয়া হয়েছে তাঁদের। শুধু তাই নয়, এই এক হাজার সভা কবে কোথায় হবে, কোন নেতা কোন জেলায় কতগুলি সভা করবেন, তার বিস্তারিত ফিরিস্তি সুকান্ত মজুমদারদের কাছে চেয়ে পাঠিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পরিস্থিতির গুরুত্ব বুঝে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য বিজেপি নেতারা সভার তালিকা তৈরি করতে বসেছেন।

Bengal BJP : বামেদেরও নিশানা করার নিদান এবার বিজেপি নেতৃত্বের
তবে চার মাস নয়, দিল্লিকে শান্ত করতে আপাতত এক মাস সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী কোন কোন বিধানসভা এলাকায় কতগুলি সভা করবেন তার তালিকা তৈরি হচ্ছে। মোদী সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে নানা কর্মসূচি নিয়েছে বিজেপি। প্রতিটি রাজ্যেই ধুমধাম করে কর্মসূচিগুলি পালন করতে চাইছেন অমিত শাহ, জগৎপ্রকাশ নাড্ডারা।

Bharatiya Janata Party : ১৬ দুর্গের হাল দেখতে বঙ্গে শাহ-সেনাপতিরা
বাংলায় পাঠানো তাঁদের কর্মসূচিগুলির মধ্যে রাজ্য বিজেপি নেতাদের সব থেকে চিন্তায় ফেলেছে চার মাসে এক হাজার সভা। বঙ্গ-বিজেপির এক নেতার কথায়, “এক হাজার জনসভার আয়োজন করা মুখের কথা নয়। খরচও বিস্তর। তা ছাড়া এই কর্মসূচি বাস্তবায়িত করার জন্য যে সংগঠনের প্রয়োজন, তা-ও আমাদের নেই। কী ভাবে সব কিছু ভালোয় ভালোয় মিটবে বুঝতে পারছি না।”

Bharatiya Janata Party : বিস্তারকের সন্ধানে পদ্ম, স্পেশাল অফার ঘোষণা
সূত্রের খবর, গত বিধানসভা ভোটে হেরে যাওয়া বিধানসভাগুলিতে সুকান্ত-শুভেন্দুকে দিয়ে শ’খানেক জনসভা করানোর পরিকল্পনা হয়েছে দলীয়স্তরে। বিজেপির বিধায়কদেরও জানানো হয়েছে, নিজের নিজের কেন্দ্রে আগামী একমাসে যত বেশি সম্ভব জনসভা করার। তাতেও চারমাসে এক হাজার জনসভার টার্গেট তাঁরা ছুঁতে পারবেন কি না, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে পদ্মেই।

Modi Shah Nadda : বঙ্গে জুনেই হয়তো মোদী, শাহ-নাড্ডাও
রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, “এক হাজার জনসভাই হবে। আমাদের দলের ৭০ জন বিধায়ক রয়েছেন। ১৬ জন সাংসদ। তা ছাড়া রাজ্য পদাধিকারীরাও জনপ্রিয়। কোনও সমস্যা হবে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *