Bomb Recovery : ফের উদ্ধার ১৬ টি তাজা বোমা! আতঙ্ক সামশেরগঞ্জে – crude bomb recovery in samsherganj of murshidabad


West Bengal News : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই জেলায় জেলায় বোমা, গুলি এবং অস্ত্রশস্ত্রের হদিশ মিলছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় প্রায়ই প্রচুর পরিমাণে বোমা এবং অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে। বিরোধীদের দাবি, তাঁদের শায়েস্তা করার জন্যই শাসকদল অস্ত্রশস্ত্র মজুত করছে। আর বিরোধীদের দাবি যে একেবারে যুক্তিহীন, তা বলা যাচ্ছে না।

কারণ এদিন ফের ১৬টি তাজা বোমা উদ্ধার করে হয়েছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এলাকা থেকে। আর এই ঘটনার পর থেকে গোটা সামশেরগঞ্জ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। আমবাগান থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।

Malda News : ফের বোমা বিস্ফোরণ রাজ্যে! মাঝরাতে বিকট শব্দে কেঁপে উঠল চাঁচল
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জে। পঞ্চায়েত ভোটের আগে ফের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ায় সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার হাউসনগর কৃষি মান্ডি সংলগ্ন এলাকায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জের হাউসনগর কৃষক বাজারের বিপরীতে একটি আম বাগানে হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ।

Bomb Recovered : নব জোয়ার কর্মসূচির আগেই ছন্দপতন! জেলায় উদ্ধার তাজা বোমা
সেখান থেকেই উদ্ধার করা হয় দুই ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড টিমকে। কে বা কারা আমবাগানে বোমাগুলি রেখেছে তা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

দুই ব্যাগে প্রায় ১৬ টি বোমা থাকতে পারে বলেই অনুমান পুলিশের। এদিকে পঞ্চায়েত ভোটের আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষও।

Birbhum Bomb Recovery : ফের ১৪ টি তাজা বোমা উদ্ধার বীরভূমে, আতঙ্কে শিউরে উঠছেন বাসিন্দারা!
এক স্থানীয় ব্যক্তি এই বিষয়ে জানান, “সামশেরগঞ্জ থেকে এই নিয়ে তিনবার বোমা উদ্ধার হল। আজ সকালে হঠাৎ দেখি এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ। তখন জানতে পারি যে আবার বোমা পাওয়া গিয়েছে। এখন শুধু ভাবছি যে যদি এই বোমাগুলি কোনোদিন একসঙ্গে ফেটে যায়, তাহলে কি বিপদটাই না হবে।”

এদিকে, রাজ্য জুড়ে পরপর বোমা উদ্ধার হওয়ায় প্রশাসন ও শাসকদলকে রীতিমতো দুষছেন বিরোধীরা। তাঁদের মতে, শুধু মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্যটাই বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে। রোজই মুর্শিদাবাদের কোথাও না কোথাও বোমা, গুলি, অস্ত্র উদ্ধার হচ্ছে।

WB Panchayat Election : বর্ধমানের পর এবার মুর্শিদাবাদ! ফের আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ৩, আতঙ্ক
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে লোক মারা যাচ্ছেন। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যটাকেই উত্তপ্ত করার চক্রান্ত চলছে। শাসকদল অবশ্য বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের মতে, এগুলি সব বিরোধীদের চক্রান্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *