Darjeeling Weather : সতর্কতা মুক্ত দার্জিলিং, তবে তাপপ্রবাহ চলবে বহু জেলায় – darjeeling weather forecast heat wave warning issued from several districts of north bengal


এই সময়: দার্জিলিং-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা সরলো, কিন্তু সার্বিকভাবে রাজ্যজুড়ে গরমের দাপট অব্যাহত থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার তারা যে পূর্বাভাস দিয়েছে, তাতে আগামী অন্তত পাঁচদিনই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে আগামীকাল, মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে অন্তত ১৪টি জেলায় তাপপ্রবাহ হতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা ছাড়া প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আজ, সোমবার ও আগামীকাল মঙ্গলবারের মধ্যে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে কলকাতা-সহ এই জেলাগুলিতে তাপপ্রবাহ না-হলেও ঘর্মাক্ত গরমে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে।

West Bengal Rain : বিকেলেই স্বস্তির বৃষ্টি, দোসর ৪০ কিলোমিটার বেগে ঝড়! বড় আপডেট হাওয়া অফিসের
রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সল্টলেক ও দমদমে এই তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৮.১ ও ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন আলিপুর আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল মালদার রতুয়ায় (৪৩.৩)।

Weather Forecast : ফের ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রার পারদ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে স্বস্তির বৃষ্টি?
অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, শ্রীনিকেতনের মতো পশ্চিমের যে জেলাগুলিতে সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা সবচেয়ে বেশি চড়ে, সেখানকার থেকেও এগিয়ে ছিল মালদা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ-কাল বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে দুই দিনাজপুর ও মালদা জেলায় যথারীতি তাপপ্রবাহ চলবে।

শনিবার আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছিল, তাতে দার্জিলিংয়েও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তা এদিন তুলে নেওয়া হয়েছে। রবিবার দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি হলেও তা তাপপ্রবাহের পর্যায়ে পৌঁছায়নি। পাহাড়ি এলাকার ক্ষেত্রে তাপপ্রবাহের শর্ত হলো, সর্বোচ্চ তাপমাত্রা ন্যূনতম ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে হবে এবং তা স্বাভাবিকের থেকে অন্তত সাড়ে চার ডিগ্রি বেশি হবে।

Rainfall Forecast : ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়! আজ ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা
জায়গা সর্বোচ্চ তাপমাত্রা
আসানসোল ৪১.৬, বাঁকুড়া ৪১.৪, বিষ্ণুপুর ৪১.৪, বর্ধমান ৪০.০, মালদা ৪২.০, রতুয়া ৪৩.৩, পুরুলিয়া ৪১.৭, শ্রীনিকেতন ৪০.৪, মুর্শিদাবাদ ৪০.৭, কৃষ্ণনগর ৪০.০



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *