Draupadi Murmu : রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন ১০ টোটো প্রতিনিধি – on the invitation of president draupadi murmu ten representatives of the toto people are going to new delhi


এই সময়, আলিপুরদুয়ার: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে আগামী ১২ জুন নয়াদিল্লি যাচ্ছেন টোটো জনজাতির দশ জন প্রতিনিধি। যাতায়াতের জন্য বিমানের টিকিটও পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের। সেখানে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে দেখা করবেন। ওই প্রতিনিধি দলে রয়েছেন বেশ কয়েক জন টোটো দম্পতি ও ছাত্রছাত্রী। খুশির খবর পৌঁছতেই আনন্দে মাতোয়ারা হয়েছেন ভুটানের তাদিং পাহাড়ের কোলে অবস্থিত পৃথিবীর অন্যতম আদিম জনজাতি টোটোরা।

Amit Shah In Manipur : অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন? শাহি সফরে দাবি ওঠায় তুঙ্গে জল্পনা
তবে ঠিক কী বিষয় নিয়ে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে আলোচনা করবেন, সে বিষয়ে কিছুই জানেন না তাঁরা। এমনকী, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছেও সে বিষয়ে কোনও তথ্য নেই। রাষ্ট্রপতি ভবনের নির্দেশ পেয়ে জেলাশাসকের দপ্তরের মাধ্যমে টোটোদের ওই তালিকা তৈরি করা হয়। সেই মতোই তাঁরা যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনে। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, ‘ঠিক কী বিষয়ে ডাকা হয়েছে, তার কোনও বিস্তারিত তথ্য নেই আমার কাছে। আমি রাষ্ট্রপতি ভবনের নির্দেশ পালন করেছি মাত্র।’

West Bengal Latest News : টোটো সওয়ারির সঙ্গে উপরি পাওনা গান, উত্তরপাড়ার অরূপকে চেনেন?
রাষ্ট্রপতির কাছ থেকে আমন্ত্রণ পাওয়া অবিনা টোটো বলেন, ‘আমরা উচ্ছ্বসিত। ভেবে খুব ভালো লাগছে যে, দেশের প্রথম তফসিলি উপজাতি রাষ্ট্রপতি আমাদের কথা ভেবেছেন। আমাদের চিরদিনের সমস্যা যোগাযোগ, জমির অধিকার, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার পরিস্থিতি তাঁর সামনে তুলে ধরব।’ টোটো কল্যাণ সমিতির সম্পাদক বকুল টোটো বলেন, ‘বিষয়টি আমাদের জন্যে খুবই গর্বের। তবে ঠিক কী কারণে রাষ্ট্রপতির ওই আমন্ত্রণ, তা জানা নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *