Heatwave Alert West Bengal: তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যের পশ্চিমের জেলাগুলি, কবে নামবে বৃষ্টি বাঁকুড়া-ঝাড়গ্রামে? – west bengal weather update of bankura purulia and jhargram


সপ্তাহের শুরুতেই আগুন ঝরাচ্ছে সূর্য। গত কয়েকদিনের মতোই এদিনও সকাল থেকে তাপপ্রবাহ শুরু লাল মাটির জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সকাল থেকে প্যাচেপ্যাচে গরম সঙ্গে বাইরে চাঁদিফাটা রোদ। ভোর থেকেই যেন গায়ে পড়ছে ফোসকা।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৪ ডিগ্রী সেলসিয়াস। এদিন সকালটা শুরু হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস দিয়ে যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী।সবমিলিয়ে চরম অস্বস্তিকর এক পরিস্থিতির মধ্যে এখানকার মানুষ। ইতিমধ্যেই বাঁকুড়া শহরের দুই দিকে দুই নদী দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী শুকিয়ে খাঁ খাঁ করছে। এই দুর্বিষহ অবস্থার থেকে বাঁচতে এখন সকলের একটাই প্রার্থনা এক পশলা জোর বৃষ্টির।

Darjeeling Weather : সতর্কতা মুক্ত দার্জিলিং, তবে তাপপ্রবাহ চলবে বহু জেলায়

অন্যদিকে, সকাল থেকেই তীব্র গরম পুরুলিয়ায়। যদিও বাঁকুড়ার থেকে সকালে কম তাপমাত্রা পুরুলিয়ার। ভোরে এদিন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। বেলা বাড়তেই চড়তে শুরু করে পারদ। এদিন জেলার সর্বোচ্চ পারদ ছুঁতে চলেছে ৪১.৩ ডিগ্রি। জুনের প্রথম সপ্তাহে তীব্র তাপপ্রবাহে নাজেহাল বাঁকুড়া জেলার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান, খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষ একেবারেই বাড়ির বাইরে বেরোচ্ছেননা। বাজারে অন্যান্য দোকান গুলিতে খদ্দেরের দেখা না মিললেও ভীড় বাড়ছে আখের রস সহ ঠাণ্ডা পানীয়ের দোকান গুলিতে।

West Bengal Temperature: পারদ ৪০ ছুঁইছুঁই, ভ্যাপসা গরমে নাভিশ্বাস বঙ্গবাসীর

একই অবস্থা পশ্চিমাঞ্চলের আরেক জেলা ঝাড়গ্রামের। সোমবার থেকে আগামী ১০ জুন পর্যন্ত তীব্র দাবদাহের সতর্কতা রয়েছে এই জেলাতেও। এদিন সকালে জেলার তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রা পেরোল ৪০-এর গণ্ডী। তীব্র দাবদাহে নাভিশ্বাস ওঠার অবস্থা। রাস্তায় যেন বইছে লু।

Darjeeling Weather : এত গরম গ্যাংটকে! দার্জিলিঙের হোটেল রুমে লাগানো হচ্ছে ফ্যান

জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। আগামী সপ্তাহের আগে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তীব্র দাবদাহের কারণে দুপুর ১২ টা থেকে ৪টের মধ্যে বাড়ি থেকে বের হতে বারণ করছেন চিকিৎসকেরা। গরমের সঙ্গে যুঝতে পর্যাপ্ত পরিমাণে জল, ফলের রস, দইয়ের মতো খাবার খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *