OTT প্ল্যাটফর্ম ক্লিকের জনু্প্রিয় ওয়েব সিরিজ হানিমুন। আর সেখানে প্রথমবার জুটি বেঁধেছেন ঐশ্বর্য (Aishwarya Sen) এবং শন (Sean Banerjee)। তবে হানিমুনে হানি এবং মুনের চেয়ে বেশি রয়েছে থ্রিলার। হানিমুন তো টিভির পর্দায় দেখে নিয়েছেন, কিন্তু আড্ডাটা জমুক এখানে…