ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘোড়াধরা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সবুজায়ন করা হয়। সোমবার ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শাল ,পলাশ, কাজু সহ বিভিন্ন প্রজাতির দেড়শটি বেশি গাছ রোপন করা হয়। কেবল বৃক্ষরোপণই নয় গাছগুলিকে রক্ষণাবেক্ষণের ও দায়িত্ব গ্রহণ করেছে ১০ নম্বর ওয়ার্ড কমিটি।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো, ১৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর নব গোয়ালা, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব সিট , ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ঘনশ্যাম সিংহ এছাড়া উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন অজিত মাহাতো বলেন, “আজ বিশ্ব পরিবেশ দিবস । প্রতিবছর এই দিনটি পালন করে থাকি বৃক্ষরোপণের মধ্য দিয়ে। এই দিনটি আজ পালন করা হল। প্রতিটি মানুষকে গাছের প্রতি যত্নশীল হতে হবে এবং বেশি করে বৃক্ষরোপণ করা উচিত।”
ঝাড়গ্রাম এরাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। অরণ্য সুন্দরী নামে পরিচিত পশ্চিমাঞ্চলের এই জেলা। শহরের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শাল গাছ। পশ্চিম মেদিনীপুর ভেঙে আলাদা জেলা হওয়ার পর থেকে উন্নয়নের নামে প্রতিদিন ঝাড়গ্রামে ধ্বংস হচ্ছে সবুজ। বর্তমান সময়ে সাল গাছের সংখ্যা ব্যাপক পরিমাণে কমে গিয়েছে ঝাড়গ্রাম শহরের বুকে। এদিন ১০ নম্বর ওয়ার্ডের যে এলাকায় শাল গাছের সংখ্যা একেবারে কমে গেছে সেই গুলিকে চিহ্নিত করে শাল গাছ লাগানো হয়েছে।
জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস বলেন, ‘১০ নম্বর ওয়ার্ডের এই উদ্যোগ কে আমি সাধুবাদ জানায়। পৌরসভাকে আমি অনুরোধ করব প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করার জন্য।’ উল্লেখ্যে, এদিন গোটা রাজ্যজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। রাজ্যের বিভিন্ন জেলাতে পরিবেশকে রক্ষার বার্তা দিয়ে আয়োজিত হয় মিছিল ও সচেতনতা শিবির। বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যবাসীকে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।