Mamata Banerjee : মঙ্গলে ফের কটকে মমতা, আহতদের দেখতে যাবেন ভুবনেশ্বরের হাসপাতালেও – mamata banerjee to visit cuttack and bhubaneswar on tuesday


ফের ওডিশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি কটক যাচ্ছেন। সেখানে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। সকলে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কি না দেখতেই মমতার এই ওডিশা যাত্রা।

কটকের পাশাপাশি ভুবনেশ্বরেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও একাধিক হাসপাতালে ভর্তি রয়েছেন রেল দুর্ঘটনায় আহতরা। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গেই ভুবনেশ্বর যাবেন মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

Odisha Train Accident Highlights : বাড়ল মৃতের সংখ্যা, করমণ্ডল বিপর্যয়ে প্রাণহানি বাংলায় ৮১ জনের
সোমবারই করমণ্ডল বিপর্যয়ে নিহত এ রাজ্যের চার বাসিন্দার মৃতদেহ এসে পৌঁছয়। তাঁদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। নবান্নের কাছে একটি টোল প্লাজাতে দাঁড়িয়ে শববাহী শকটের জন্য অপেক্ষা করতে দেখা যায় এদিন তাঁকে। সেখান থেকেই শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা। আহতদের পাশে দাঁড়ানোর জন্য তিনি নিজের দার্জিলিং সফর বাতিল করে কটক যাওয়ার কথা ঘোষণা করেছেন।

Train Accident Death Toll : প্রতি সেকেন্ডে বাড়ছে সংখ্যা, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ২৬১
শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার খবর আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন রাতভর তিনি গোটা পরিস্থিতির উপর নজর রাখতে মনিটরিং করেন। এরপর শনিবার সকালেই তিনি ছুটে যান বালেশ্বরের ঘটনাস্থলে। সেখানে সরিজমিনে খতিয়ে দেখেন দুর্ঘটনাস্থল। পৌঁছে যান বালেশ্বরের হাসপাতালেও। আহতদের সঙ্গে কথা বলেন।

Mamata Banerjee: ওডিশার ট্রেন দুর্ঘটনায় দুর্গতদের পরিবারের সদস্যকে চাকরি, বড় ঘোষণা মমতার
দুর্ঘটনার কারণ নিয়ে সন্দেহপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ডাল মে কুচ তো কালা হ্যায়। কী কারণে এই মারাত্মক দুর্ঘটনা ঘটল তা জানতে অবিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন।” একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, তিনি রেলমন্ত্রী থাকাকালীন সময়ের অ্যান্টি কলিশন সিস্টেম ব্যবহার না হওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

Odisha Train Accident News: ২৩৮ জনের মৃত্যু, তড়িঘড়ি ওডিশাযাত্রার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। গুরুতর আহতদের এক লাখ টাকা, অল্প আহতদের ২৫ হাজার টাকা দেওয়ার কথা জানান। এ ছাড়াও যারা রেল দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন কিন্তু, মানসিকভাবে সেই যন্ত্রণা কাটিয়ে উঠতে পারেননি, তাঁদেরও ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতার ঘোষণা, যাদের এই দুর্ঘটনায় অঙ্গহানি হয়েছে তাঁদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মোট ৮১ জন বাসিন্দা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নবান্নের তরফে জানানো হয়েছে, এ রাজ্যের মোট ২০৬ জন রেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৭৩ জন এখনও চিকিৎসাধীন। ৫৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় এখনও ১৮২ জনের মৃতদেহ চিহ্নিত করা সম্ভব হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *