করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় তদারকির কারণেই উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই জানা যায়, মঙ্গলবার ফের ওডিশায় উড়ে যাচ্ছেন তিনি। সেক্ষেত্রে ওডিশা আহত যাত্রীদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যেতে পারেন তিনি। কথা হবে ওডিশা সরকারের প্রতিনিধিদের সঙ্গেও।
আহত যাত্রীদের সঙ্গে দেখা করতে সোমবার এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সাংবাদিকদের জানান তিনি ওডিশা যাওয়ার ব্যাপারে। এরপরেই পশ্চিম মেদিনীপুরে যাওয়ার কথা জানান তিনি। সেক্ষেত্রে কলাইকুন্ডা থেকে ফিরে মেদিনীপুর হয়ে ফিরবেন তিনি। তাঁর সঙ্গে স্বাস্থ্য সচিবও যাচ্ছেন ওডিশায় যাবে বলে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওডিশার উদ্দেশে উড়ে যাবেন তিনি। এরপর সেখানে হাসপাতালে ভর্তি থাকা আহত যাত্রীদের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর তিনি বেলা তিনটে থেকে চারটের মধ্যে মেদিনীপুরে পৌঁছবেন। সেখানেও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে দেখা করবেন। কথা বলবেন। এরপর তিনি মেদিনীপুরে রাত্রিবাস করবেন। বুধবার কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত করমণ্ডল বিপর্যয় নিহত মোট ৭৬ জনের দেহ এসেছে রাজ্যে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে মৃতদের প্রত্যেককে ৫ লাখ টাকা ও পরিবারের একজনকে হোমগার্ড এর চাকরি দেওয়া হবে। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দুর্ঘটনায় যে সব যাত্রীদের অঙ্গহানি হয়েছে, তাঁদের পরিবারের একজনকে হোম গার্ড এর চাকরি দেওয়া হবে বলেও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বালেশ্বরের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার সম্মুখীন হয় করমণ্ডল এক্সপ্রেস। পাশাপশি আরও একটি ট্রেন ও আরও একটি মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্গতদের সবরকম সাহায্য করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে প্রত্যেক জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এর পাশাপাশি গুরুতর আহতদের ১ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। সেইমতো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।