Nadia News : ভাই খুন হওয়ার তিন দিনের মাথায় দাদার নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য শান্তিপুরে – man body found in santipur area


West Bengal News : নদিয়া জেলায় এক ব্যক্তি খুন হয়েছিলেন তিন দিন আগে। আর ভাই খুন হওয়ার তিন দিনের মাথায় নদী থেকে উদ্ধার করা হল দাদার পচা গলা মৃতদেহ। নদিয়ার শান্তিপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন গোটা এলাকার মানুষ।

সম্প্রতি গত কয়েকদিন আগে শান্তিপুর ১৭ নম্বর ওয়ার্ডের জলেশ্বর টিলিপাড়ায় প্রবীণ প্রামাণিক নামের এক ব্যক্তি তাঁর ভাই উত্তম প্রামানিক কে বাড়িতে ডেকে নিয়ে আসেন কাজ দেবে বলে। কিন্তু সকাল হতেই দাদা প্রবীণের ঘর থেকে উদ্ধার হয় ভাই উত্তম প্রামাণিকের ক্ষতবিক্ষত মৃতদেহ। যদিও ঘরে তালা মেরে বেপাত্তা হয়ে যান দাদা প্রবীণ।

Dakshin Dinajpur: স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ! শ্রীঘরে স্বামী
এরপর থেকেই প্রবীরের খোঁজে তল্লাশি শুরু করে শান্তিপুর থানার পুলিশ। গতকাল রবিবার দুপুরে শান্তিপুর বড়বাজার ফেরিঘাটে কচুরিপানার মধ্যে একটি পচা গলা মৃতদেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা পুলিশকে খবর দিলে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। যদিও প্রথমে মৃতর নাম পরিচয় জানা যায়নি।

পরবর্তীতে শনাক্তকরণ হয় ওই ব্যক্তি খুন হওয়া উত্তম প্রামাণিকের দাদা প্রবীণ প্রামাণিক। পরিবার খবর পেতেই ছুটে যায় শান্তিপুর থানায়, এরপর কান্নায় ভেঙে পড়েন সকলেই। জানা যায় নদী থেকে উদ্ধার হওয়া প্রবীণ প্রামাণিকের পকেটে ছিল একটি ভোটার কার্ড, যা দেখে শনাক্তকরণ করে পরিবার।

Udayan Guha to Nistith Pramanik : গাঁজা পাচারকারীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ছবি! উদয়নের অভিযোগ ঘিরে বিতর্ক
প্রবীণ প্রামাণিকের স্ত্রীর দাবি, “বৃহস্পতিবারের ঘটনার পর থেকে আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এইভাবে যে নদী থেকে আমার স্বামীর পচা গলা মৃতদেহ উদ্ধার হবে তা কখনই স্বপ্নেও ভাবতে পারিনি আমি।”

অন্যদিকে মাত্র তিন দিনের মধ্যেই একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। তবে ভাই উত্তম প্রামানিককে কে খুন করল আর তিন দিনের মাথায় দাদা প্রবীণ প্রামাণিকের নদী থেকে মৃতদেহ উদ্ধার নিয়ে বাড়ছে রহস্য। তবে দুটি ঘটনারই তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।

Jalpaiguri News : বাড়ির মাটি খুঁড়তেই বেরিয়ে এল নিখোঁজ মহিলার দেহ! রোমহর্ষক ঘটনা জলপাইগুড়িতে
স্থানীয় এক বাসিন্দা জানান, “ওনার ভাই যেদিন খুন হলেন সেদিন থেকেই উনি বেপাত্তা ছিলেন। কিছু মানুষ সন্দেহ করেছিলেন যে ভাইকে খুন করে উনি পালিয়ে গিয়েছেন। কিন্তু এখন দেখা গেল তাঁকেই কেউ খুন করে দিয়েছে। ব্যাপারটা বেশ রহস্যজনক হয়ে দাঁড়াল। এবার আমরা এলাকার বাকি বাসিন্দারাও আতঙ্কের মধ্যে রয়েছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *