North 24 Parganas CPIM News : মঙ্গলবার বারাসতে CPIM-এর সভা হচ্ছেই, আদালতের নির্দেশে উচ্ছ্বসিত বাম কর্মী-সমর্থকরা – cpim leaders excited for getting permission on barasat meeting from high court


অবশেষে আদালতে মিলল ছাড়পত্র। উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের কাছারি ময়দানে সভা করার অনুমতি পেল CPIM। সভার অনুমতিতে উচ্ছ্বসিত কর্মী, সমর্থকরা। এর আগে জেলা প্রশাসন ও রাজ্য পুলিশের অনুমতি না মেলায় সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বাম নেতৃত্ব। বিচারপতি রাজশেখর মান্থা সভা করার অনুমতি সংক্রান্ত নির্দেশ দেন । আগামীকাল ৬ই জুন বারাসাত কাছারি ময়দানে সিপিএমের সভা করার নির্দেশে দিয়েছে হাইকোর্ট।

South 24 Parganas News : শিশুর রহস্যমৃত্যু বারুইপুরের গ্রামীণ হাসপাতালে, গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের

প্রশাসন অনুমতি দিয়েও পরে তা বাতিল করে দেওয়া হয় বলে দাবি। এরপর এই সভা হবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। উৎকণ্ঠায় ছিলেন বাম কর্মী, সমর্থকরা। সোমবার বিকেলে বারাসাত সিপিআইএম পার্টি অফিসে জেলা সম্পাদক মিনাল চক্রবর্তী জানালেন, “আগামীকাল তাদের ঐতিহাসিক সমাবেশ কোর্টের নির্দেশে হয়েছে।”

Odisha Train Accident : ১০০ দিনের কাজ মেলেনি, অন্ন-বস্ত্রের সংস্থানে বেরিয়ে &amp#39;করমণ্ডল বিপর্যয়&amp#39;-এ গেল প্রাণ
জেলা সম্পাদক মিনাল চক্রবর্তী আরও বলেন, “মানুষের জীবন জীবিকার দাবিতে এবং পঞ্চায়েত নির্বাচন ঘোষণার দাবিতে আমরা জেলা জুড়ে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি নিয়েছি। এর শেষে গিয়ে কাছারি ময়দানে আমরা একটা সমাবেশ করছি।” তিনি অভিযোগ করেন, জেলা শাসকের সভা বাতিলের নির্দেশ আদালত খারিজ করে দিয়েছে, এর থেকে বোঝা গেল, তৃণমূলের দলের চাপেই এই কাজ করছিলেন এই আধিকারিকরা।

South 24 Parganas News : ‘বাবা অসুস্থ বলে কাজের জন্য গিয়েছিল…’, ছেলের মৃত্যুতে আর্তনাদ মায়ের
মঙ্গলবার বেলা তিনটে থেকে সাতটা পর্যন্ত সমাবেশের ডাক দিয়েছে বামেরা। যদিও বারাসতে সভা নিয়ে আগে অনুমতি দেওয়া হয়েছিল। কাছারি মাঠে সভা করার জন্য অনুমতি দিয়েছিলেন এডিএম। তবে পরে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে বামেদের সব রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল এই সভা নিয়ে। সে কারণে এই সভা শেষ মুহূর্তে বাতিলের বিষয়টিতে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে নেতৃত্ব।

Hooghly News: ‘শুধু লক্ষ্মীর ভান্ডার ঘর পাইনি,কাজ নেই, সিপিএমই ভালো’

তবে এদিন আদালতে রাজ্য সরকারের আইনজীবীর তরফে যুক্তি দেখান হয়, এই মাঠের পাশেই রয়েছে বারাসত জেলা আদালত। তাছাড়া কাছেই রয়েছে জেলা শাসক দফতর। সেক্ষেত্রে রাজনৈতিক সভা হলে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটতে পারে। ২০১৭ সাল থেকে ওই ময়দানে সভা করার অনুমতি ছিল না। যদিও দুপক্ষের সওয়াল জবাব শোনার পর শর্তের ভিত্তিতে সভা করার অনুমতি দেয় আদালত।
সিপিএম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন সিপিএমের রাজ‍্য সম্পাদক মহম্মদ সেলিম, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সভা উপলক্ষে গত কয়েক মাস ধরে জেলা জুড়ে মিছিল, মিটিং, প্রচার সংগঠিত করা হয়েছে। জনসভা সফল করতে সমস্ত প্রস্তুতিই সেরে ফেলেছে সিপিএম জেলা নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *