Odisha Train Accident : ‘জীবন তো ফেরাতে পারব না…পাশে আছি’, দুর্ঘটনায় জখমদের আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর – odisha train accident central minister subhas sarkar went to meet with injured in bankura sammilani medical college


Subhas Sarkar : “অনেক প্রাণহানি ঘটে গিয়েছে। জীবন তো আমরা ফিরিয়ে দিতে পারব না। তবে প্রত্যেকের পাশে আমরা আছি”। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীনদের দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের একথা বললেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। সোমবার তিনি আরও বলেন, “রেলের তরফে মৃত ও আহতদের আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। তবে ওই ঘটনায় সদ্য আঠারো বছর উর্ত্তীর্ণরাই বেশি আহত হয়েছেন, তাঁরা প্রথমবার কাজের উদ্দেশ্যে ওই ট্রেনে চেন্নাই যাচ্ছিলেন”।

Balasore Train Accident : করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে বাঁকুড়ার ২ ব্যক্তি, উৎকণ্ঠায় পরিবার
এছাড়াও এদিন তিনি আরও বলেন, “এখনও পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন, তার মধ্যে দু’জনকে যেমন ছেড়ে দেওয়া হয়েছে, তেমনি দু’জনের আঘাত গুরুতর রয়েছে বলে জানতে পেরেছি। আহত প্রত্যেকের কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে”।

Balasore Train Accident : বীভৎস দৃশ্য! দুর্ঘটনা থেকে ফিরে অভিশপ্ত কাহিনি ডায়মন্ডহারবারের যুবকদের মুখে
‘অভিশপ্ত’ ওই ট্রেনের যাত্রী ছিলেন চেন্নাইয়ে বেসরকারি সংস্থায় কাজ করতে যাওয়া আকাশ দুলে, মিঠুন ভুঁইয়া, কাঞ্চন দুলেরা। সেদিনের কথা বলতে গিয়ে আকাশ দুলে বলেন, “দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য আমরা। এই রাজ্যে কাজের সুযোগ নেই। আর সেই কারণে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছিল।

Odisha Train Accident : ‘উলটে যাওয়া ট্রেনের মাথায় চেপে লাফ দিলাম, তারপর সব অন্ধকার…’, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ঝাড়গ্রামের বাসিন্দা
ওই রেল দুর্ঘটনায় চোখের সামনে অনেককে মারা যেতে দেখলেও কোনওরকমে আমরা বেঁচে ফিরেছি”। সেই সঙ্গে তিনি আরও বলেন, “আমরা সবাই ট্রেনে যেতে যেতে গল্প করছিলাম। হঠাৎ মারাত্মক ঝাঁকুনি দিয়ে ট্রেনটা দুলে ওঠে, আর দেখি ট্রেন রেললাইন থেকে নেমে গড়িয়ে যাচ্ছে। নিয়ে একটা জায়গায় গিয়ে আটকে যায়। পিঠে ও পায়ে মারাত্মক আঘাত পাই।

Train Accident in Odisha: কেঁপে উঠে হেলে পড়ল কামরা, চোখের সামনে দলা পাকানো রক্তমাখা দেহ!
উঠতে পারছিলাম না। পরে স্থানীয় বাসিন্দারা এসে আমাদের উদ্ধার করেন”। একই সঙ্গে ওই ট্রেনে যাত্রী ছিলেন নার্সিং পড়ুয়া স্মৃতি মণ্ডলও। তিনিও আহত অবস্থায় এই হাসপাতালে ভর্তি। তবে সুস্থ হয়ে ফের বিশাখাপত্তনমের নার্সিং কলেজে ফিরে যাবেন বলে তিনি জানান।

Coromondal Express Accident : স্ত্রী-ছেলে আগেই মৃত! বৃদ্ধা মাকে রেখে কাজের সন্ধানে করমণ্ডলে চাপলেন যুবক, তারপর…
বলেন, “বিশাখাপত্তমের নার্সিং কলেজে ভর্তি হয়েছি। পড়াশোনা করি সেখানে। কয়েকমাস পরপর বাড়িতে যাতায়াত করি। বাড়িতে কিছুদিনের ছুটি কাটানোর পর সেদিন আবার ফিরে যাচ্ছিলাম। এরকম ভাবে দুর্ঘটনা ঘটবে স্বপ্নেও ভাবিনি। তবে সুস্থ হয়ে ওঠার পর আবার বিশাখাপত্তনমে ফিরে যাব”।

Balasore Train Accident : ছেলে ফিরবে তো? অপলক দৃষ্টিতে বাড়িতে একা মা অপেক্ষায় বসে!
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যে দুজনের মারাত্মক ভাবে আঘাত রয়েছে, এই মুহূর্তে তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তর করার প্রয়োজন নেই। তবে আরও বেশ কিছুদিন তাঁদের হাসপাতালে পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *