Pori Moni | Sariful Razz: ‘রাজের সঙ্গে থাকার অনেক চেষ্টা করেছি, হাতে-পায়েও ধরেছি, কিন্তু…’ বিস্ফোরক পরীমণি


Pori Moni Divorce, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারংবার একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে পরীমণির (Pori Moni) স্বামী অভিনেতা শরিফুল রাজের(Sariful Razz)। এমনকী তাঁদের দাম্পত্য কলহও উঠে এসেছে খবরের শিরোনামে। এবার খবরের শিরোনামে তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর। অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমে জানান যে ইতোমধ্যেই তাঁদের পথ আলাদা হয়েছে। ২০ মে বাড়ি ছেড়ে চলে যান রাজ। বর্তমানে তাঁরা আলাদাই থাকেন। তবে এরপরেই শুরু হয়েছে দোষারোপের পালা।

সম্প্রতি রাজ বলেন, ‘আমার সংসারে কী হচ্ছে, আমি নিজেই জানি না। মিডিয়ার খবরে প্রকাশিত সংবাদ আর সোশ্যাল মিডিয়া থেকে আমি আমার সংসারের খবর জানি।’ তবে এই কাণ্ডের জন্য পরীকে দায়ী করেননি রাজ, দায়ী করেছেন পরীর আশপাশের মানুষকে। রাজ বলেন, ‘আমি সারা জীবন পরীর সঙ্গে সংসার করতে চাই। কিন্তু তৃতীয় পক্ষের জন্য তা সম্ভব হয়ে উঠছে না।’

আরও পড়ুন- Gyan Manch: অ্যাকাডেমির পর এবার জ্ঞানমঞ্চ, এসি খারাপের কারণে বন্ধ নাটক, টিকিট কেটেও ফেরত যেতে হল দর্শকদের

এরপর ফের সংবাদমাধ্যমে পরী জানান, ‘চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে সেটি ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তখন রাজ বলেছিল, সে এই বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরেও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি।’

পরী বলেন, ‘আর না, অনেক হয়েছে। এবার টোটালি ফুলস্টপ। ঘর কার সঙ্গে করব? ঘর করার তো কিছুই নেই। ইচ্ছা থাকলেও তো আর সেটি হচ্ছে না। আমি যার সঙ্গে ঘর করব, সেই মানুষই তো নেই। তার (রাজ) সঙ্গে এক ছাদের নিচে থাকতে অনেক চেষ্টা করেছি আমি। তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু সে আমার সঙ্গে থাকতে চায় না।’

আরও পড়ুন- Amitabh Bachchan on Sulochana Latkar: ‘শান্ত, উদার, যত্নশীল মা ছিলেন…’, সুলোচনা লাটকরের মৃত্যুতে শোকাহত অমিতাভ বচ্চন

অভিনেত্রী বলেন, ‘সত্যি রাজের সঙ্গে আর সংসার করার ইচ্ছা নেই আমার। আর ইচ্ছা থাকার পরও তো আর হচ্ছে না। যার সঙ্গে সংসার করব সেই-ই তো নেই। আপাতত এতটুকু বলতে পারি। আমি আমার পথে চলব, সে চলবে তার পথে। আর এই ইস্যু নিয়ে আর কথাও বলতে চাই না আমি।’ সোমবার সকালে রাজের একটি সাক্ষাৎকার শেয়ার করে পরীমণি সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বামীর উদ্দেশ্যে বলেন ‘আপনার কালকের লাইভের সব কথার উত্তর আপনাকে আজ লাইভেই দেব। ততক্ষন সুস্থ এবং স্বাভাবিক মস্তিস্কে থাকার চেষ্টা করবেন অবশ্যই’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *